Published : 16 Aug 2024, 09:13 PM
ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি যদি টেলিভিশনে প্রদর্শন ও পত্রিকায় ছাপা হয় তাহলে সেই সংবাদ মাধ্যম জ্বালিয়ে দেওয়ার হুমকি দিয়েছেন বিএনপি কেন্দ্রীয় নেতা রুহুল কুদ্দুস তালুকদার দুলু।
দলটির চেয়ারপারসনের উপদেষ্টা বলেন, “বর্তমান সরকারের কাছে আমাদের দাবি, তারেক রহমানের ছবি, তারেক রহমানের বক্তব্য টেলিভিশনে দেখানো যাবে (হয়) না, পেপারে উঠে না।
“আমরা বলে দিতে চাই, যে সমস্ত টেলিভিশন, যে সমস্ত চ্যানেল, যে সমস্ত পত্রিকা এই ‘খুনি’, ‘যুদ্ধাপরাধী’… ছাত্রসমাজকে যে খুন করেছে, এই ‘খুনির’ ছবি যদি প্রচার করে- ওই টেলিভিশন, ওই পত্রিকা আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হবে।”
বৃহস্পতিবার কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নাটোরে বিএনপির সমাবেশে অংশ নিয়ে ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত বিএনপি সরকারের উপমন্ত্রী এসব কথা বলেন।
শহরের আলাইপুরে দলটির অস্থায়ী কার্যালয়ের সামনে এ কর্মসূচিতে সভাপতিত্ব করেন জেলা বিএনপির সদস্যসচিব রহিম নেওয়াজ।
আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবি জানিয়ে দুলু বলেন, “বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমার দাবি, নাটোরের জনগণের দাবি- যদি একাত্তর সালে গণহত্যার জন্য জামায়াতে ইসলামকে নিষিদ্ধ করা হয়, তাহলে এই হাজার হাজার ছাত্র-জনতাকে গুলি করে নৃশংসভাবে হত্যা করার জন্য কেন আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করা হবে না? আমাদের দাবি, অতিসত্বর আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করতে হবে।”
নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, “যে ভোটে খালেদা জিয়া অংশগ্রহণ করতে পারবেন, যে ভোটে তারেক জিয়া অংশগ্রহণ করতে পারবেন, যে ভোটে ডা. জোবাইদা রহমান অংশগ্রহণ করতে পারবেন, যে ভোটে দুলু অংশগ্রহণ করতে পারবেন- সেই নির্বাচনই বাংলাদেশে হবে। এই ভোটের জন্যই আমরা আন্দোলন করেছি। অতিসত্বর এই নির্বাচন বাংলাদেশের মাটিতে হবে।”
আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে দেশে ফেরত আনার দাবি জানিয়ে বিএনপি নেতা বলেন, “অন্তর্বর্তীকালীন সরকারের কাছে অনুরোধ আপনারা তাড়াতাড়ি তাকে ফেরত নিয়ে আসুন। জাতির সামনে তাকে বিচারের মুখোমুখি করতে হবে।”
কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য কাজী গোলাম মোর্শেদ, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ফরহাদ আলী দেওয়ান শাহিন, বিএনপি নেতা কাজী শাহ আলম।