মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।
Published : 28 Mar 2025, 04:38 PM
মানিকগঞ্জে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক ব্যক্তি নিহত হয়েছেন।
শুক্রবার সকালে সদর উপজেলার পালোরা বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে মানিকগঞ্জ সদর থানার ওসি এসএম আমানউল্লাহ জানান।
নিহত আবদুর রউফ মোল্লা (৪৫) জেলার ঘিওর উপজেলার বড়টিয়া ইউনিয়নের কলিয়া গ্রামের শামসুদ্দিন মোল্লার ছেলে। তিনি পেশায় একজন ইলেকট্রিক মিস্ত্রি।
তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।
নিহতের ভাতিজা আবুল হাসান বলেন, কাকা সকালে ইলেকট্রিক কাজ করার জন্য ঢাকার উদ্দেশ্যে রওনা হন। পথে তিনি দুর্ঘটনার শিকার হন।
ওসি আমান উল্লাহ বলেন, ট্রাকটি আটক করা হলেও চালক ও তার সহকারী পালিয়ে গেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।