গোপন খবরে ম্যাজিস্ট্রেট, সেনাবাহিনী ও পুলিশ মালশাপাড়া কবরস্থানে অভিযান চালায়।
Published : 16 Sep 2024, 04:57 PM
সিরাজগঞ্জ শহরের একটি কবরস্থান থেকে পরিত্যক্ত অবস্থায় একটি রিভলবার ও এক রাউন্ড গুলি উদ্ধার করেছে যৌথবাহিনী।
সোমবার বেলা ৩টার দিকে মালশাপাড়া পৌর কবরস্থান থেকে অস্ত্রগুলো উদ্ধার করা হয় বলে সদর থানার ওসি হুমায়ুন কবির জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “গোপন খবরে ম্যাজিস্ট্রেট, সেনাবাহিনী ও পুলিশ মালশাপাড়া কবরস্থানে অভিযান চালায়। এ সময় কবরস্থানের ভেতরে পরিত্যক্ত অবস্থায় একটি শপিং ব্যাগ উদ্ধার করা হয়।
“পরে ওই শপিং ব্যাগে তল্লাশি চালিয়ে একটি রিভলবার ও এক রাউন্ড তাজা গুলি পাওয়া যায়।”
কবরস্থান থেকে অস্ত্র উদ্ধারের ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান ওসি হুমায়ুন কবির।