উপ-কমিশনার আজবাহার আলী শেখ বলেন, “তিনটি হাতবোমা ছুড়লে দুটি বিস্ফোরিত হয়েছে।”
Published : 21 Nov 2023, 09:32 PM
সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র ও বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আরিফুল হক চৌধুরীর বাসভবনে হাতবোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে সিলেট নগরীর কুমারপাড়ায় এ ঘটনাটি ঘটে বলে জানিয়েছেন সিলেট মহানগর পুলিশের উপ-কমিশনার আজবাহার আলী শেখ।
তিনি বলেন, “তিনটি হাতবোমা ছুড়লে দুটি বিস্ফোরিত হয়েছে। এ ব্যাপারে তদন্ত চলছে; বিস্তারিত পরে জানানো হবে।”
সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী সাংবাদিকদের বলেন, “আমি কাজে আমার খামারে ছিলাম, রাত সাড়ে ৮টার দিকে আমার স্ত্রী ফোন করে বলেন বাসায় ককটেল ছোড়া হচ্ছে। পরে আমি বাসায় এসেছি।
“বাসার সিসি ক্যামেরার ফুটেজে দেখা গেছে, পর পর তিনটি ককটেল গেইটে ছুড়েছে দুই যুবক। আরেকজন সেটি ভিডিও করেছে। এ ঘটনার খবর পেয়ে প্রশাসনের লোকজন বাসায় এসে ফুটেজ সংগ্রহ করেছেন।
আরিফুল আরও বলেন, “আমার বাসায় যদি এটা হয় তাহলে দেশের মানুষের কী হবে? আমি নিরাপত্তাহীনতায় রয়েছি। সম্প্রীতির শহরে এসব বিষয় কাম্য নয়। ধর্মীয় ও রাজনৈতিক সম্প্রীতির শহরে এসব বিষয় ছিল না। শুনেছি ঢাকায় মির্জা আব্বাস ও যশোর শহরে বিএনপি নেতার বাসায় ককটেল বিস্ফোরণ হয়েছে।”