তার স্ত্রী মোটরসাইকেল থেকে ছিটকে পাশের খাদে পড়ে আহত হন।
Published : 27 Oct 2024, 05:18 PM
টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় একটি অটোরিকশাকে পাশ কাটাতে গিয়ে পিকআপ ভ্যানের সঙ্গে সংঘর্ষে এক মোটরসাইকেল চালকের প্রাণ গেছে। এ ঘটনায় আহত হয়েছেন তার স্ত্রী।
রোববার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার মুলিয়া এলাকার টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে বলে এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ওসি মোহাম্মদ নান্নু খান জানান।
নিহত ২৪ বছর বয়সী আকাশ উপজেলার আউলিয়াবাদ মধ্যপাড়া গ্রামের হারুনের ছেলে। তিনি কাঠ ব্যবসায়ী ছিলেন।
স্থানীয়দের বরাতে ওসি বলেন, “আকাশ স্ত্রীকে সঙ্গে নিয়ে বাসা থেকে মোটরসাইকেলে করে টাঙ্গাইলের দিকে যাচ্ছিলেন। পথে তিনি একটি সিএনজি চালিত আটোরিকশাকে পাশ কাটাতে গেলে পিকআপভ্যানের সঙ্গে মোটারসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই আকাশের মৃত্যু হয়।
“এ সময় নিহত আকাশের স্ত্রী তানজিনা মোটরসাইকেল থেকে ছিটকে পাশের খাদে পড়ে আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কালিহাতী স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়।
আকাশের লাশ আইনিগত প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হবে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।