এসব সোনার আনুমানিক বাজার মূল্য সাড়ে ১১ কোটি পঁচাত্তর লক্ষ টাকা।
Published : 17 Sep 2024, 03:59 PM
কক্সবাজারের টেকনাফে সাড়ে ১০ কেজি স্বর্ণ ও টাকাসহ মিয়ানমারের দুই নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
সোমবার রাতে টেকনাফ পৌরসভার অলিয়াবাদ এলাকার একটি বাড়িতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন টেকনাফ-২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মহিউদ্দীন আহমেদ।
আটকরা হলেন, মিয়ানমারের মংডু সুদাপাড়ার বাসিন্দা হাফিজুর রহমান (২৮) ও মো. আনোয়ার (৩০)। তাদের ‘রোহিঙ্গা পাচারকারী’ বলছে বিজিবি।
মঙ্গলবার দুপুরে লেফটেন্যান্ট কর্নেল মহিউদ্দীন বলেন, মিয়ানমার থেকে বাংলাদেশে পাচার করা স্বর্ণের বড় চালান মজুদ করে রাখার গোপন খবরে ওই বাড়িতে অভিযান চালানো হয়। এসময় দুই রোহিঙ্গা পাচারকারী পালানোর চেষ্টা করলেও তাদেরকে আটক করতে সক্ষম হয় বিজিবি।
পরে বাড়িটি থেকে বিপুল স্বর্ণালংকারসহ স্বর্ণের বার উদ্ধার করা হয়। সাড়ে ১০ কেজি ওজনের এসব সোনার আনুমানিক বাজার মূল্য সাড়ে ১১ কোটি পঁচাত্তর লক্ষ টাকা।
বিজিবির এই কর্মকর্তা আরও জানান, এছাড়া দুই লাখ সাড়ে ২৯ হাজার কিয়াত (মিয়ানমারের মুদ্রা), সাড়ে চার লাখ টাকা এবং ১০টি মোবাইল ফোন পাওয়া যায়।
আটক মিয়ানমার নাগরিকদের মামলা দিয়ে থানায় হস্তান্তর করা হয়েছে।
এছাড়া উদ্ধার করা স্বর্ণ কক্সবাজার জেলা প্রশাসকের কার্যালয় (ট্রেজারি শাখায়) জমা দেওয়ার প্রক্রিয়া চলছে বলেও জানান এই বিজিবি কর্মকর্তা।