সিরাজগঞ্জে যমুনা পারে হলো ভাস্কর্য ‘মুক্তির সংগ্রাম’

ভাস্কর্যটি নির্মাণ করেছেন ভাস্কর অভিজিৎ কান্তি দাশ, নকশা করেছেন ভাস্কর কিরীটী রঞ্জন বিশ্বাস।

সিরাজগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 1 May 2023, 04:49 PM
Updated : 1 May 2023, 04:49 PM

মুক্তিযুদ্ধের স্মৃতি সংরক্ষণে সিরাজগঞ্জ শহরের পাশে যমুনা নদীর পারে ‘মুক্তির সংগ্রাম’ নামে একটি ভাস্কর্য স্থাপিত হয়েছে।

সোমবার বিকালে পৌর এলাকার হার্ডপয়েন্টে এ ভাস্কর্য উদ্বোধন করেন ভাস্কর হামিদুজ্জামান খান।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পানি সম্পদ মন্ত্রণালয়ের উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম এবং লেখক ও শিক্ষাবিদ ড. জাফর ইকবাল।

সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী রনজিত কুমার সরকার জানান, মুক্তিযুদ্ধের স্মৃতি সংরক্ষণে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) অর্থায়নে ৬৬ লাখ টাকা ব্যয়ে এই ভাস্কর্যটি নির্মাণ করা হয়েছে। ভাস্কর্যটি নিমার্ণ করেছেন ভাস্কর অভিজিৎ কান্তি দাশ। নকশা করেছেন ভাস্কর কিরীটী রঞ্জন বিশ্বাস।

ভাস্কর্যটি তৈরি করতে সাড়ে চার মাস সময় লেগেছে বলে নির্মাণশিল্পী অভিজিৎ কান্তি দাশ জানান।

সিরাজগঞ্জ জেলা প্রশাসক মীর মোহাম্মদ মাহবুবুর রহমানের সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্য দেন সাবেক মন্ত্রিপরিষদ সচিব কবির বিন আনোয়ার, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. শাহ আজম, পানিসম্পদ মন্ত্রণালয়ের সচিব নাজমুল হাসান ও সিরাজগঞ্জ পুলিশ সুপার আরিফুর রহমান।