“এতে বিভিন্ন জিনিসপত্রের পাশাপাশি দীর্ঘদিনের সংগৃহীত অনেক মুল্যবান স্মারক ধ্বংস হয়ে গেছে।”
Published : 10 Aug 2024, 12:10 AM
তীব্র গণআন্দোলনের মুখে শেখ হাসিনার পতনের পর মৌলভীবাজারের বিভিন্ন স্থানে হামলা-ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।
সোমবার বিকালে সরকারের পতনের খবর ছড়ানোর পর পরই শ্রীমঙ্গল উপজেলায় একুশে টেলিভিশন ও বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের মৌলভীবাজার প্রতিনিধির ব্যক্তিগত কার্যালয় ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলা করা হয়।
পাশাপাশি শ্রীমঙ্গল উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বিকুলের ব্যবসায়িক প্রতিষ্ঠান শ্যামলী পরিবহনের কাউন্টারে ও প্রমা এন্টারপ্রাইজে ভাঙচুর ও লুটপাট করে হামলাকারীরা।
বিকুল চক্রবর্তী বলছিলেন, “হামলাকারীরা প্রথমে তিন দফায় আমার দুটি প্রতিষ্ঠানেই ভাঙচুর করে। পরে ঘরের জিনিসপত্র বাইরে বের করে আগুন দিয়ে পুড়িয়ে দেয়। এতে বিভিন্ন জিনিসপত্রের পাশাপাশি দীর্ঘদিনের সংগৃহীত অনেক মুল্যবান স্মারক ধ্বংস হয়ে গেছে।”
তিনি বলেন, “ধর্মবর্ণ নির্বিশেষে এই দেশ আমাদের সবার। এ জাতীয় হিংসাত্মক কর্মকাণ্ড দেশের জন্য অমঙ্গল। আমি আশা রাখছি, যারা এ জাতীয় ঘটনা ঘটাচ্ছেন তাদের শুভ বুদ্ধির উদয় হবে।”