জমি নিয়ে সকালে স্থানীয়ভাবে সালিশ বসলেও তাতে সমাধান হয়নি বলে জানায় ভুক্তভোগী পরিবার।
Published : 16 Feb 2024, 08:42 PM
ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলায় জমি নিয়ে বিরোধের জেরে এক নারীকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে।
শুক্রবার দুপুরে উপজেলার তারাটি ইউনিয়নের কলাকান্দা গ্রামে এ ঘটনা ঘটে বলে জানান মুক্তাগাছা থানার ওসি ফারুক আহমেদ।
নিহত ৪৫ বছর বয়সি মাহমুদা বেগম ওই এলাকার আব্দুর রউফের স্ত্রী।
আব্দুর রউফ বলেন, “দীর্ঘদিন ধরে জমি নিয়ে চাচা আব্দুর রাজ্জাকে সঙ্গে আমাদের বিরোধ চলছিল। এ ঘটনা নিয়ে সকালে স্থানীয়ভাবে সালিশ বসে। তবে এতে সমাধান না হওয়ায় সবাই ফিরে যান।
“দুপুরে জুমার নামাজ পড়তে সবাই মসজিদে যাই। এই সুযোগে চাচা ও তার ছেলে মাহমুদাকে পিটিয়ে আহত করেন। তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মারা যান।”
এ ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছে ভুক্তভোগী পরিবার।
ওসি ফারুক আহমেদ বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। কী কারণে ওই নারীকে হত্যা করা হয়েছে সে সম্পর্কে খোঁজ খবর নিয়ে ব্যবস্থা নেওয়া হবে।