সিরাজগঞ্জে যমুনার চরাঞ্চল থেকে ৩৫ চোরাই মোটরসাইকেল উদ্ধার

অভিযানকালে কাউকে আটক করা সম্ভব হয়নি।

সিরাজগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 14 August 2022, 12:32 PM
Updated : 14 August 2022, 12:32 PM

সিরাজগঞ্জ সদরে যমুনা নদীর দুর্গম চরাঞ্চল থেকে ৩৫টি চোরাই মোটরসাইকেল উদ্ধার করেছে পুলিশ।

সদর থানার ওসি হুমায়ুন কবির জানান, শনিবার সন্ধ্যায় মেছড়া ইউনিয়নের রূপসা বাজার এলাকায় সদর থানা, ডিবি ও ট্রাফিক পুলিশ যৌথভাবে এ অভিযানে অংশ নেয়।

হুমায়ুন কবির বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, কয়েকটি সংঘবদ্ধ চক্র দীর্ঘদিন যাবত জেলা সদরসহ বিভিন্ন এলাকা থেকে মোটরসাইকেল চুরি করে নিরাপদ স্থান হিসেবে দুর্গম চরাঞ্চলে কেনাবেচা করে আসছিল।

“শনিবার বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত রূপসা বাজারে অভিযান চালিয়ে ৭০টি মোটরসাইকেল উদ্ধার করা হয়।”

তিনি জানান, এর মধ্যে ৩৫টির সঠিক কাগজপত্র থাকায় মালিকদের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে। বাকি ৩৫টি মোটরসাইকেল উদ্ধারের পর সদর থানা হেফাজতে রাখা হয়েছে।

অভিযানকালে কাউকে আটক করা সম্ভব হয়নি বলে জানান ওসি।