ঝালকাঠিতে মা-বাবার সামনে নদীতে পড়ে শিশু নিখোঁজ

ঝালকাঠিতে মা-বাবার চোখের সামনে নদীতে পড়ে দেড় বছরের এক বেদে শিশু নিখোঁজ হয়েছে।

ঝালকাঠি প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 26 June 2022, 03:00 PM
Updated : 26 June 2022, 03:00 PM

জেলা সদরের বাসন্ডা নদীতে রোববার সকাল সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে বলে শিশুর বাবা মামুন সরদার জানান।

নিখোঁজ মো. হাসান বরিশালের বাবুগঞ্জ উপজেলার কেদারনাথ গ্রামের মামুন সর্দারের ছেলে। চারটি নৌকা নিয়ে ১২ জন বেদে সম্প্রদায়ের লোক মাছ এই নদীতে ধরতে যান। তাদের সবার বাড়ি বরিশালের বাবুগঞ্জ উপজেলার কেদারপুর গ্রামে।

মামুন সরদার বলেন, স্ত্রী সুমী বেগম ও একমাত্র ছেলে হাসানকে নিয়ে নদীতে পেতে রাখা জাল তুলতে যান। তিনি ও তার স্ত্রী নদী থেকে জাল টেনে তুলছিলেন।

“এ সময় খেলতে খেলতে হঠাৎ আমার ছেলে নদীতে পড়ে যায়। সঙ্গে সঙ্গে আমি আর আমার স্ত্রী নদীতে ঝাঁপ দিয়ে অনেক খুঁজেও তাকে পাইনি। পরে স্থানীয়রা ফায়ার সার্ভিসকে খবর দেয়।”

ঝালকাঠি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন কর্মকর্তা মো. শফিকুল ইসলাম বলেন, খবর পেয়ে সকাল সাড়ে ১০টার দিকে বরিশাল নৌ-ফায়ার স্টেশন থেকে চার সদস্যের একটি ডুবুরি দল গিয়ে উদ্ধার কাজ শুরু করে।

উদ্ধারে অংশ নেওয়া ডুবুরি দলের সদস্য বেল্লাল হোসেন বলেন, নদীতে প্রচণ্ড স্রোত থাকায় উদ্ধার অভিযান কঠিন হয়ে পড়েছে। স্রোত কমলে উদ্ধার অভিযান সহজ হবে।