দুমড়েমুচড়ে যাওয়া মাইক্রোবাসে এক ঘণ্টা ধরে বাঁচার আকুতি, রক্ষা পেলেন না
নাটোর প্রতিনিধি, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 18 May 2022 04:02 PM BdST Updated: 18 May 2022 04:03 PM BdST
নাটোরের বড়াইগ্রাম উপজেলায় বালুভর্তি ট্রাকের সঙ্গে যাত্রীবাহী মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন; আহত হয়েছেন আরও তিনজন।
বুধবার ভোররাতের দিকে নাটোর-পাবনা মহাসড়কে উপজেলার নগর কয়েনবাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে বলে বনপাড়া হাইওয়ে থানার এসআই ফিরোজ হোসেন জানান।
নিহতরা হলেন- চুয়াডাঙ্গা সদর উপজেলার তালতলা পশুরহাট এলাকার আছির উদ্দিনের ছেলে মাইক্রোবাসের চালক মনিরুজ্জামান (৩৫) এবং একই উপজেলার গহরপাড়া গ্রামের মৃত আদম আলীর ছেলে আল-মাহবুব (৪৩)।
এসআই ফিরোজ হোসেন জানান, মাইক্রোবাসটি চুয়াডাঙ্গা থেকে রাজশাহী পাসপোর্ট অফিসে যাচ্ছিল। সংঘর্ষের পর ট্রাকটি উল্টে যায় ও মাইক্রোবাসটি দুমড়েমুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই মাইক্রোবাসের চালকের মৃত্যু হয়।
“মাইক্রোবাসের দুই পাশের দরজার মধ্যে আটকা পড়েন যাত্রী আল-মাহবুব। তিনি সেখানে আটকে প্রায় ঘণ্টাখানেক বাঁচার আকুতি করেন। কিন্তু ফায়ার সার্ভিসের কর্মীরা কেটে বের করার আগেই তার মৃত্যু হয়।”
এসআই আরও বলেন, ধারণা করা হচ্ছে, অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে।

“এক যাত্রী দুমড়েমুচড়ে যাওয়া মাইক্রোবাসের ভেতরে আটকে ছিলেন। মাইক্রোবাসের কিছু অংশ কেটে তাকে উদ্ধার করা হয়। কিন্তু তার আগেই অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়।”
ফায়ার সার্ভিস পরে দুটি মৃতদেহ পুলিশের কাছে হস্তান্তর করে। আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
দুর্ঘটনার পর ট্রাকের চালক ও তার সহকারী ট্রাক ফেলে পালিয়ে যায়।
-
নড়াইলে অধ্যক্ষ লাঞ্ছিত: আরেকজন গ্রেপ্তার
-
মেঘনা গ্রুপের প্যাকেজিং কারখানায় আগুন
-
গাজীপুরে জামিন নিতে পিস্তল নিয়ে এজলাসে আসামি
-
ফেনীতে ধর্ষণচেষ্টা মামলায় রিকশাচালক কারাগারে
-
গাজীপুরে রিসোর্ট থেকে উদ্ধার মায়া হরিণ গেল সাফারি পার্কে
-
উৎপল-বিউটির উদযাপনের লগ্ন এখন শোকের মঞ্চ
-
নোয়াখালীতে বৃদ্ধকে নির্যাতন, যুবলীগ নেতা গ্রেপ্তার
-
পৌনে ৩ কেজির ইলিশ, বিক্রি ৮ হাজার টাকায়
- লড়াই করার তাড়নাই দেখাল না বাংলাদেশ
- ঈদযাত্রায় মহাসড়কে বাইক বন্ধ: বাইকারদের সন্দেহে বাস মালিকরা
- নাম বিভ্রাটে ছেড়ে দিয়ে বিয়ের আসর থেকে ফের গ্রেপ্তার
- ৩০ কিলোমিটার দীর্ঘ সমুদ্র সেতু ভ্রমণের অভিজ্ঞতা
- এনামুলকে মনে ধরেছে ডমিঙ্গোর, তবে…
- রেকর্ড হারানো লারা অভিনন্দন জানালেন বুমরাহকে
- গ্রামীণ টেলিকমকর্মীদের আইনজীবী বললেন, অর্থ পেয়েছি ফি হিসেবে
- নিখোঁজ হিলালীকে পাওয়া গেল সাভারে
- এলোমেলো বোলিং, দিশাহীন ব্যাটিংয়ে বাংলাদেশের বড় হার
- ‘গ্যাস সঙ্কটের’ আঁচ বিদ্যুতে, বাড়ছে লোডশেডিং