মুজিববর্ষ উপলক্ষে টুঙ্গিপাড়ায় লোকজ মেলা

মুজিববর্ষ উপলক্ষে বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধ, বাংলাদেশের ইতিহাস-ঐতিহ্য ও সংস্কৃতিকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে বঙ্গবন্ধুর জন্মস্থান গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় চলছে গ্রামীণ লোকজ মেলা।

মনোজ সাহা গোপালগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 March 2022, 04:48 AM
Updated : 23 March 2022, 04:48 AM

গত ১৭ মার্চ জাতির পিতার সমাধি-সৌধ কমপ্লেক্সের প্রধান ফটকের সামনে ‘টুঙ্গিপাড়া: হৃদয়ে পিতৃভূমি’ শীর্ষক অনুষ্ঠানে এই লোকজ মেলার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তবে মেলার আনুষ্ঠানিক শুরু হয় সোমবার থেকে; চলবে আগামী ২৬ মার্চ পর্যন্ত। প্রতিদিন বিকাল ৩টা থেকে মেলা শুরু হয়ে চলছে রাত ১০ টা পর্যন্ত। সরকারি-বেসরকারি মোট ১০০টি স্টল রয়েছে মেলায়।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন জাতীয় বাস্তবায়ন কমিটি, বাংলাদেশ শিল্পকলা একাডেমি, গোপালগঞ্জ জেলা প্রশাসন ও বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন এ মেলার আয়োজন করেছে।

মেলায় বঙ্গবন্ধু, বাংলাদেশ ও মুক্তিযুদ্ধের ওপর বিভিন্ন চলচ্চিত্র প্রদর্শন করা হচ্ছে। সন্ধ্যায় থাকছে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। মেলা উপভোগ করতে বিভিন্ন প্রান্ত থেকে দর্শনার্থীরা আসছেন।