ভাতের দোকানির সঙ্গে মারামারিতে মারা যান ওই সিগারেট বিক্রেতা।
জেলার সান্তাহার রেলওয়ে থানার এসআই নরেশচন্দ্র জানান, প্রাণনাথপুর এলাকায় বৃহ্স্পতিবার দুপুরে ঢাকাগামী কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনের নিচে পড়ে তাদের মৃত্যু হয়।
নিহতরা হলেন আদমদীঘি উপজেলার প্রাণনাথপুর গ্রামের নাঈম হোসেনের স্ত্রী মরিয়ম বেগম (২৮) ও ছয় বছর বয়সী মেয়ে নূরজাহার মৃত্তিকা।
এসআই নরেশচন্দ্র স্থানীয়তের বরাতে বলেন, “কুড়িগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী কুড়িগ্রাম এক্সপ্রেস রানীনগর স্টেশনের কাছে গেলে মা তার মেয়েকে সঙ্গে নিয়ে ট্রেনের নিচে ঝাঁপ দেন।”
পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে। তবে পুলিশ এর কারণ বলতে পারেনি।
নিহত মরিয়মের চাচা সাখাওয়াত মিয়া বলেন, “তাদের পারিবারিক কলহ ছিল। সে কারণে এ ঘটনা ঘটতে পারে।”
থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে বলে সান্তাহার রেলওয়ে থানার ওসি সাকিউল আজম জানিয়েছেন।