ট্রলিতে করে বনভোজনে, খাদে পড়ে ২ কিশোর নিহত

শেরপুরের শ্রীবরদী উপজেলার একদল কিশোর ইঞ্জিনচালিত অবৈধ ট্রলি নিয়ে বনভোজনে গিয়েছিল,ফেরার পথে সেই ট্রলি খাদে পড়ে দুইজন নিহত হয়েছে।

শেরপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 2 Feb 2022, 06:52 AM
Updated : 2 Feb 2022, 06:52 AM

মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে কলাকান্দা সেতু এলাকায় এ ঘটনা ঘটে বলে জানান শ্রীবরদী থানার পরিদর্শক (তদন্ত) আবুল হাশেম।

নিহতরা হলো- উপজেলার খড়িয়া কাজিরচর ইউনিয়নের খড়িয়া গ্রামের সেলিম মিয়ার ছেলে মো. সাইদুল (১৮) ও আবু তালেবের ছেলে ইসমাইল হোসেন (১৮)।

পরিদর্শক হাশেম জানান, খড়িয়া গ্রামের একদল তরুণ শ্যালো ইঞ্জিনচালিত অবৈধ ট্রলিতে করে ঝিনাইগাতী উপজেলার গজনী অবকাশকেন্দ্রে বনভোজনে যায়। রাতে ওই ট্রলিতেই তারা বাড়ি ফিরছিলেন। কলাকান্দা সেতু এলাকায় চালক নিয়ন্ত্রণ হারালে ট্রলিটি খাদে পড়ে যায়।

এ সময় স্থানীয়দের সহায়তায় আহতদের শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। আশঙ্কাজনক অবস্থায় জেলা সদর হাসপাতালে নিলে সাইদুল ও ইসমাইলকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

নিহতদের লাশ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান পরিদর্শক।

আহত সাগর, শাকিল, লোকমান, রাশেদুল, কামরুজ্জামান, আরিফ ও সাব্বিরের বাড়িও খড়িয়া গ্রামে। বাকিদের নাম জানা যায়নি।

জেলা সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসা সহকারী রাকিবুল ইসলাম বলেন, আহত সাতজনকে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদের চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।