চাঁদপুরে ঘরে আগুন লেগে নারীর মৃত্যু

চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলায় ঘরে আগুন লেগে দগ্ধ হয়ে এক নারীর মৃত্যু হয়েছে।

চাঁদপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 Jan 2022, 04:48 AM
Updated : 28 Jan 2022, 04:48 AM

উপজেলার ১১ নম্বর চরদুখিয়া পূর্ব ইউনিয়নের পশ্চিম সন্তোষপুর এলাকার হামিদ আলী হাজী বাড়িতে বৃহস্পতিবার রাতে এ ঘটনা ঘটে বলে হাইমচর উপজেলার আলগী বাজার ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার ওহীদুল ইসলাম জানান।

মৃত নারীর নাম বেলি বেগম (৭০)।

বেলির প্রতিবেশী জান্নাত আক্তার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “রাতের কোন সময় বেলির ঘরে আগুন ধরে দ্রুতই তা ছড়িয়ে পড়ে। এ সময় আমার চিৎকারে বেলির বাড়ির লোকজন গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। কিন্তু ততক্ষণে ঘরের ভেতরে থাকা বেলি দগ্ধ হয়ে মারা যায়।”

বেলির ঘরে থাকা গ্যাস সিলিন্ডার থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা জান্নাতের।

তিনি বলেন, “বেলি ভেতর থেকে দরজায় তালা দিয়ে ঘুমাতেন। আগুন ছড়িয়ে পড়ার কারণে তাকে ভেতর থেকে সময়মত উদ্ধার করা যায়নি।”

বেলির স্বামী সাজ্জাদ হোসেন ২০০৮ সালে মারা যাওয়ার পর প্রায় আড়াই বছর ধরে বেলি বাবার বাড়ি ছিলেন বলে তার বোন মনি বেগম জানান।

বেলি ক্যান্সারে আক্রান্ত ছিলেন; তিনি ঢাকার একটি হাসপাতালে আয়ার কাজ করতেন।

ফায়ার সার্ভিস কর্মকর্তা ওহীদুল বলেন, আগুন লাগার খবর শুনে তাদের একটি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে অগ্নিকাণ্ডের কারণ প্রাথমিকভাবে জানা যায়নি।

ফরিদগঞ্জ থানার ওসি মোহাম্মদ শহীদ হোসেন বলেন, আগুনে পুড়ে যাওয়া বৃদ্ধার লাশ উদ্ধার করেছেন তারা।