‘ভোট দিতে পেরে আনন্দ লাগছে’

বয়সের ভারে নুইয়ে পড়া ৯০ বছরের আব্দুল বারেক হঁটা-চলা করতে পারেন না। তবুও নির্বাচনে নিজের পছন্দের প্রার্থীকে জয়ী দেখার ইচ্ছায় নাতির কোলে চড়ে কেন্দ্রে গিয়ে ভোট দিয়েছেন। জীবনের শেষ সময়ে ভোট দেওয়ার ইচ্ছে পূরণ করে এক বুক আনন্দ বাড়ি ফিরেছেন এই অশীতিপর।

চাঁদপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 Nov 2021, 11:03 AM
Updated : 28 Nov 2021, 11:11 AM

আব্দুল বারেকের বাড়ি চাঁদপুর জেলার মতলব উত্তর উপজেলার ষাটনল ইউনিয়নের রঙ্গু খা কান্দি গ্রামে। তিনি এ ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের ভোটার।

রোববার সকাল সাড়ে ১০টায় নাতি আব্দুল মমিনের কোলে করে ষাটনল ইউনিয়নের ষাটনল বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে আসেন আব্দুল বারেক।

কেন্দ্র থেকে বেরিয়ে তিনি সাংবাদিকদের জানালেন, জীবন সায়াহ্নে ভোট প্রয়োগ করতে পেরে ভীষণ খুশি তিনি।

আব্দুল বারেক বলেন, “বাড়ি থেকে রওনা হয়ে রিকশায় করে ভোট কেন্দ্র এলাকায় আসি। পরে আমার নাতি আমাকে কোলে তুলে স্কুলের দোতালায় নিয়ে গিয়ে ভোট দিতে সহায়তা করে। নিজের ভোট নিজে দিতে পেরে অনেক আনন্দ লাগছে।”

নির্বাচনে পছন্দের প্রার্থী জয়লাভ করবে আশা প্রকাশ করেন তিনি। বলেন, “ভোট দিতে কোন সমস্যা হয়নি। পরিবেশ অত্যন্ত ভাল আছে।”

আব্দুল বারেকের নাতি আব্দুল মমিন বলেন, “দাদা ভোট দিতে ইচ্ছে করায় তাকে কেন্দ্রে নিয়ে আসি। বয়স বেশি হওয়ায় হাঁটা-চলা করতে পারেন না। তাই আমি দাদাকে কোলে করে ভোট দিতে নিয়ে এসেছি। দাদাকে সহায়তা করতে পেরে আমি অনেক আনন্দিত।”