সরকারি চাল ‘পাচারকালে ধরা পড়ার পর পালালেন’ ইউপি সদস্য

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় সরকারি চাল পাচারের সময় স্থানীয়দের কাছে ধরা পড়ার পর এক ইউপি সদস্য পরনের লুঙ্গি ও জুতা ফেলে পালিয়ে গেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। 

সিরাজগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 Oct 2021, 07:07 AM
Updated : 21 Oct 2021, 08:03 AM

উল্লাপাড়া থানার ওসি হুমায়ন কবীর জানান, উল্লাপাড়া উপজেলা সদরের বাখুয়া মোড়ে বুধবার রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে।

চাল পাচারের অভিযোগের মুখে রয়েছেন- বড়হর ইউনিয়ন পরিষদের ৫ নম্বর ওয়ার্ডের সদস্য শফিকুল ইসলাম। তিনি উপজেলার নাগরৌহা গ্রামের আমু সরকারের ছেলে।

স্থানীয় সাংবাদিক শিশির আলম বলেন, “উল্লাপাড়া সদর ইউপির সরকারি চাল পাচার করার খবরে কয়েকজন সহকর্মীর সঙ্গে বাখুয়া মোড়ে অবস্থান নেন। এ সময় একটি ভ্যানে করে সরকারি চাল নিয়ে যাওয়ার সময় ইউপি সদস্য শফিকুল ইসলামকে আটক করা হয়।

“পরে ধস্তাধস্তির এক পর্যায়ে পরনের লুঙ্গি ও জুতা ফেলে রেখে ‘উলঙ্গ অবস্থায়’ দৌড়ে পালিয়ে যান শফিকুল। এ সময় ঘটনাটি আশপাশের বেশ কিছু লোকজন দেখে।”

পরে উদ্ধার করা সরকারি চাল রাতেই পুলিশের কাছে হস্তান্তর করা হয় বলে জানান শিশির।

ওসি জানান, দশটি বস্তায় থাকা ৫০০ কেজি সরকারি চাল, চাল বহনকারী ভ্যান এবং ইউপি সদস্যের পরনের লুঙ্গি ও জুতা থানায় রাখা হয়েছে।

খাদ্য বিভাগকে বিষয়টি জানানো হয়েছে এবং এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে জানান তিনি।