বঙ্গবন্ধু সেতু সড়কে ট্রাক উল্টে ৭ ঘণ্টা যানজট

টাঙ্গাইলে ট্রাক উল্টে উত্তরের পথে ঢাকা-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে সাত ঘণ্টা যান চলাচল বিঘ্নিত হয়েছে।

টাঙ্গাইল প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 4 June 2021, 07:41 AM
Updated : 4 June 2021, 07:41 AM

টাঙ্গাইল ট্রাফিক পুলিশের পরিদর্শক দেলোয়ার হোসেন জানান, বৃহস্পতিবার রাতে এলেঙ্গা ভুয়াপুর লিংক রোডের কাছে ঢাকাগামী একটি ট্রাক উল্টে গেলে এই জট সৃষ্টি হয়।

তিনি বলেন, দুর্ঘটনার কারণে রাত ২টা থেকে সকাল ৯টা পর্যন্ত বঙ্গবন্ধু সেতু পূর্ব পার থেকে এলেঙ্গার পুংলী পর্যন্ত  অন্তত ১৪ কিলোমিটার এলাকায় যানবাহনের দীর্ঘ সারি তৈরি হয়। তবে ৯টার দিকে পরিস্থিতি আবার স্বাভাবিক হয়।

আবু সাঈদ নামে ওই এলাকার এলেঙ্গা রিসোর্টের একজন কর্মচারী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, কালিহাতী উপজেলার  এলেঙ্গা-ভুয়াপুর লিংক রোড এলাকায়  ওই ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে যানচলাচল বন্ধ হলে অতিরিক্ত গাড়ির চাপে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। তবে ট্রাকটি উল্টে গেলেও কাউকে আহত হতে দেখা যায়নি।

দুর্ঘটনায় পড়া ট্রাকটি আম বহন করছিল। ট্রাকটি সরিয়ে নিলে আবার যান চলাচল শুরু হয়। রাতেই যান চলাচল শুরু হলেও জট ছাড়াতে ছাড়াতে সকাল হয়ে যায়। স্বাভাবিক গতিতে গাড়ি চলাচল শুরু হয় ৯টার দিকে।