চাঁদপুরে জাটকা ধরার অভিযোগে চার জেলের কারাদণ্ড

সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে চাঁদপুরের মেঘনা নদীতে জাটকা ধরার অভিযোগে চার জেলেকে এক বছর করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

চাঁদপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 7 March 2021, 02:11 PM
Updated : 7 March 2021, 02:13 PM

রোববার বিকেলে নির্বাহী ম্যাজিস্ট্রেট আবিদা সিফাত ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ সাজা দেন। এর আগে দুপুরে অভিযান চালিয়ে এই জেলেদের আটক করে কোস্টগার্ড।

সাজাপ্রাপ্ত জেলেরা হলেন, চাঁদপুরের মতলব উত্তর উপজেলার আবুল হাসেম (৩০), আ. রহমান (২৬), মো. সম্রাট (২৮) এবং সবুজ (২৪)।

নির্বাহী ম্যাজিস্ট্রেট আবিদা সিফাত বলেন, সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে জাটকা নিধনের দায়ে চার জেলের প্রত্যেককে এক বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে।

জাটকা সংরক্ষণে আগামীতেও এই অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

চাঁদপুর কোস্টগার্ডের স্টেশন কমান্ডার লে. আসাদুজ্জামান বলেন, রোববার সকাল থেকে দুপুর পর্যন্ত মতলব উত্তর উপজেলার আমিরাবাদ, কানুদী এলাকায় মেঘনা নদীতে অভিযান চালানো হয়।

“এ সময় জাটকা নিধনকালে চার জেলেকে একটি মাছ ধরার নৌকাসহ আটক করা হয়।”

এছাড়া অভিযানকালে আরও তিনটি মাছ ধরার ট্রলারসহ ১ লাখ ৭০ হাজার মিটার কারেন্ট এবং  ১ লাখ ৩০ হাজার মিটার মশারি জাল জব্দ করা হয় বলে জানান তিনি।

আটক জেলেদের বিকেলে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সাজা দেওয়া হয়েছে জানিয়ে তিনি বলেন, জব্দ জাল আগুনে পুড়িয়ে ফেলা হয়েছে। তাছাড়া জব্দকৃত নৌকা মৎস্য বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে।