জামালপুরে বিএনপির মেয়র প্রার্থীকে হুমকির অভিযোগ
জামালপুর প্রতিনিধি, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 22 Feb 2021 09:56 PM BdST Updated: 22 Feb 2021 09:56 PM BdST
জামালপুর পৌরসভায় বিএনপির মেয়র প্রার্থীকে প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে।
ধানের শীষ প্রতীকের প্রার্থী জেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহ মো. ওয়ারেছ আলী মামুন সোমবার দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন।
তার অভিযোগ, আওয়ামী লীগ দলীয় মেয়র পদপ্রার্থী মোহাম্মদ ছানোয়ার হোসেন ছানুর লোকজন বিএনপি প্রার্থীর সমর্থকদের নির্বাচন থেকে সরে যাওয়ার জন্য হুমকি দিচ্ছে।
ওয়ারেছ আলী মামুন বলেন, গত ১১ ফেব্রুয়ারি শহরের পাথালিয়া গুয়াবাড়িয়ায় আওয়ামী লীগ মেয়র প্রার্থীর লোকজন তাকে অস্ত্র ঠেকিয়ে প্রাণনাশের হুমকি দিয়েছে।
এছাড়া জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. সুরুজ্জামানের নেতৃত্বে দলটির লোকজন বিভিন্ন স্থানে ধানের শীষের পোস্টার ছিঁড়েছে ও পুড়িয়ে দিয়েছে এবং বিএনপির কাউন্সিলর ও সংরক্ষিত ওয়ার্ডের প্রার্থীদের মাঠে নামতেই দিচ্ছে না বলে তিনি অভিযোগ করেন সংবাদ সম্মেলনে।
সংবাদ সম্মেলনে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স, জেলা নেতৃবৃন্দ, দল সমর্থিত ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী ও সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর প্রার্থীরা উপস্থিত ছিলেন।
অভিযোগের ব্যাপারে জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. সুরুজ্জামান বলেন, “নির্বাচনে পরাজয় নিশ্চিত জেনে বিএনপির মেয়র প্রার্থী শাহ মো. ওয়ারেছ আলী মামুন মিথ্যা বানোয়াট ও ভিত্তিহীন অভিযোগ করেছেন।”
আওয়ামী লীগের মেয়র পদপ্রার্থী মো. ছানোয়ার হোসেন ছানু বলেন, ওয়ারেছ আলী মামুন সংবাদ সম্মেলনে মিথ্যাচার করেছেন। আওয়ামী লীগের কোনো কর্মী সমর্থক নয়, তার নিজ দল বিএনপির নেতাকর্মীরাই তাকে পৌরসভার বিভিন্ন স্থানে ধাওয়া করেছে।
“অভ্যন্তরীণ কোন্দলের কারণে বিএনপির নেতাকর্মীরা ধানের শীষের মেয়র প্রার্থীর বিরুদ্ধে ঝাড়ু মিছিল করেছে। শহরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে বিএনপি প্রার্থীর কুশ পুত্তলিকা দাহ করেছে। পরাজয় নিশ্চিত জেনে আবোল-তাবোল বকছে বিএনপির প্রার্থী।”
আগামী ২৮শে ফেব্রুয়ারি এই পৌরসভায় নির্বাচন হবে। আওয়ামী লীগ ও বিএনপি ছাড়াও ইসলামী আন্দোলনের একজন প্রার্থীও রয়েছেন মেয়র পদে।
-
গাজীপুরে আড়াই কেজি হেরোইনসহ গ্রেপ্তার ২
-
ব্যাগ ধরে টান, কিশোরগঞ্জে চলন্ত ট্রেন থেকে পড়ে নারী আহত
-
পুরনো প্রতিবেদন মুছতে চাপ একটি অপকৌশল: শার্শা প্রেসক্লাব
-
ফেনীতে কারখানায় আগুন, হেলে পড়েছে তিন তলা ভবন
-
তারেক রহমানের আয়ের উৎস ‘জুয়া’: মতিয়া চৌধুরী
-
নবাবগঞ্জে জমির বিরোধে তিনজনকে কোপানোর অভিযোগ
-
খোন্দকার ইব্রাহিম খালেদ সমাহিত গোপালগঞ্জে
-
সান্তাহার-নওগাঁ সড়কে দুর্ঘটনায় প্রাণ গেল ব্যবসায়ীর
- ‘ওভারনাইট বান্দরবান পাঠিয়ে দেব’ বন্ধ চায় সংসদীয় কমিটি
- ‘বনবন্ধু’ সেজে মুজিববর্ষে বৃক্ষরোপণের নামে প্রতারণা
- মেসির জোড়া গোলে বার্সার জয়
- বিস্ফোরণে সড়ক ফেঁড়ে উঠে এল ঢাকনি
- আমার ‘ওয়াইফ’কে নিয়ে বাজে কথা বললে ‘অ্যাকশন’: নাসির
- ‘রুটের ভুল ছিল অনাকাঙ্ক্ষিত’
- কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা বসে বসে মধু খেয়েছেন: হাই কোর্ট
- ‘সি’ ক্যাটাগরি দেওয়ায় পিসিবির চুক্তি ফিরিয়ে দিলেন হাফিজ
- স্থগিতাদেশ প্রত্যাহার, পরীক্ষা চলবে সাত কলেজে
- ‘ইউনিভার্স বস’ এখন ‘অরিজিনাল প্রাইম মিনিস্টার’