রাষ্ট্রীয় মর্যাদায় বীরঙ্গনা মুক্তিযোদ্ধা পারুলের শেষকৃত্য
বরগুনা প্রতিনিধি, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 06 Nov 2020 04:22 PM BdST Updated: 06 Nov 2020 04:23 PM BdST
বরগুনার পাথরঘাটায় বীরঙ্গনা মুক্তিযোদ্ধা পারুল রানী মিস্ত্রীর শেষকৃত্য রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন হয়েছে।
শুক্রবার সকাল ১০টায় এই বীর নারীর শেষকৃত্য সম্পন্ন হয় বলে তার ছেলে বীর মুক্তিযোদ্ধা মন্মথ রঞ্জন মিস্ত্রী জানান।
মন্মথ মিস্ত্রী জানান, বৃহস্পতিবার রাত ৮টা ৪৫ মিনিটে পাথরঘাটা উপজেলার চরদুয়ানী গ্রামের বাড়িতে ৯০ বছর বয়সে বার্ধক্যজনিত কারণে তার মৃত্যু হয়।
শেষকৃত্যে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পাথরঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাবরিনা সুলতানা, পাথরঘাটা থানার ওসি শাহাবুদ্দিন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার ও জেলা পরিষদের সদস্য এম এ খালেক প্রমুখ।

ওই সময় মন্মথ মিস্ত্রী মুক্তিযুদ্ধে ছিলেন বলে বেঁচে যান।
মন্মথ আরও বলেন, “মা দীর্ঘদিন ধরে বার্ধক্যে শয্যাশায়ী ছিলেন। আমার বাবাকে হত্যার বিচার দেখে যেতে পারলেন না মা। মারা যাওয়ার আগে প্রতি মুহুর্ত তিনি আমার বাবার হত্যার বিচার চেয়েছেন।”
২০১৮ সালের ২৫ নভেম্বর তার মা বীরঙ্গনা মুক্তিযোদ্ধা হিসেবে ভাতাপ্রাপ্ত হন বলে মন্মথ জানান।
পারুল রানী মিস্ত্রী দুই ছেলে, দুই মেয়েসহ বহু স্বজন-গুণগ্রাহী রেখে গেছেন।
পাথরঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবরিনা সুলতানা বলেন, পারুল রানীর শেষকৃত্য শুক্রবার সকালে যথাযথ রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন হয়েছে। পাথরঘাটা থানার ওসি শাহাবুদ্দিনের নেতৃত্বে থানা পুলিশ তাকে গার্ড অব অনার প্রদান করেছে।
-
নিখরচায় কোভিড-১৯ চিকিৎসা বন্ধ সাজেদা হাসপাতালে
-
বগুড়ায় বাস-ট্রাক সংঘর্ষে প্রাণ গেল ২ জনের
-
সাতক্ষীরায় ২ পক্ষের সংঘর্ষের সময় এক ব্যক্তির মৃত্যু
-
পুতুলের ভেতর ১৮ হাজার ইয়াবা, সাত জন গ্রেপ্তার
-
বরগুনায় আ.লীগ প্রার্থীর কার্যালের কাছে ‘ককটেল বিস্ফোরণ’
-
খুলনায় ট্রাক চাপায় প্রাণ হারাল ২ মোটরসাইকেল আরোহী
-
চাঁদপুরে বাবা-মাকে মারধরের অভিযোগ
-
লালমনিরহাটের সীমান্তে ‘বিএসএফের’ বুলেটে বাংলাদেশি নিহত
- রিয়ালকে হারিয়ে ফাইনালে বিলবাও
- শিক্ষা প্রতিষ্ঠানে ছুটি বাড়ল ৩০ জানুয়ারি পর্যন্ত
- করোনাভাইরাস: আট মাসের মধ্যে সর্বনিম্ন মৃত্যু
- বাইডেন প্রশাসনে বাংলাদেশি বংশোদ্ভূত জেইন সিদ্দিক
- চালের বাজারে লাগাম, ‘ছুটছে’ তেলের দাম
- ভারতের ক্যাচ মিসের মহড়ায় লাবুশেনের সেঞ্চুরি
- করোনাভাইরাস: আক্রান্ত হয়ে ওয়ানডে সিরিজ শেষ ওয়ালশের
- পাকিস্তান টেস্ট দলে ৯ নতুন মুখ
- ওয়াকার দুঃখ পাওয়ায় খুশি আমির
- প্রস্তুত হচ্ছে উইন্ডিজ, উল্টো রথে বাংলাদেশ