কাশিমপুর কারাগারে বন্দি হাজতির মৃত্যু

গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এর এক হাজতির মৃত্যু হয়েছে।

গাজীপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 3 Sept 2020, 02:24 PM
Updated : 3 Sept 2020, 06:37 PM

বৃহস্পতিবার দুপুরে হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

প্রয়াত নুর ইসলাম (৫৫) টঙ্গীর হাজী মাজার বস্তি এলাকার আব্দুল লতিফের ছেলে।

কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এর জেলার বাহারুল ইসলাম জানান, কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এ হাজতি হিসেবে বন্দি ছিলেন নুর ইসলাম।

বৃহস্পতিবার সকালে কারাগারের ভেতর হঠাৎ তিনি অসুস্থ হয়ে পড়েন। এ সময় তাকে কারা হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে তাকে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয় বলেন তিনি।

“সেখানে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে দুপুর সাড়ে ১২টার দিকে কর্তব্যরত চিকিৎসক নুর ইসলামকে মৃত ঘোষণা করেন।”

টঙ্গী পশ্চিম থানার এক মাদক মামলার এ আসামিকে ২০১৯ সালে ৩ জুলাই গাজীপুর জেলা কারাগার থেকে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এ স্থানান্তরিত হয়।