সুন্দরবনে বুধবার থেকে ফের মাছ শিকার

‘দুর্যোগে বারবার ক্ষতিগ্রস্ত সুন্দরবন রক্ষায়’ বনে মাছ ধরার উপর দেওয়া নিষেধাজ্ঞা তুলে নিয়েছে কর্তৃপক্ষ।

সাতক্ষীরা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 1 Sept 2020, 07:56 PM
Updated : 1 Sept 2020, 08:03 PM

সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) এমএ হাসান বলেন, “আগামী বুধবার থেকে তারা আবারও মাছ ধরতে সুন্দরবনে প্রবেশ করতে পারবে।”

গত জুলাই মাসের শুরু থেকে ‘বন রক্ষার প্রয়োজনীয়তায়’ সুন্দরবনে জেলেদের মাছ ধরায় নিষেধাজ্ঞা ছিল। এ নিয়ে বনের মাছ শিকারে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার জন্য জেলেরা মানববন্ধনসহ বিভিন্ন আন্দোলন কর্মসূচিও পালন করেন।

সুন্দরবনের জেলেরা

এসিএফ এমএ হাসান বলেন, সুন্দরবন হলো বাংলাদেশের সম্পদ, এ সম্পদ বিভিন্ন দুর্যোগে বারবার ক্ষতিগ্রস্ত হয়ে থাকে। ফলে বন বিভাগকে সুন্দরবন রক্ষায় সব সময় চিন্তা-ভাবনা করেই সব সিদ্ধান্ত নিতে হয়।

মঙ্গলবার জেলেদের মধ্যে মাছ ধরার অনুমতির ‘পাসপারমিট’ বিতরণ করলে আনন্দ প্রকাশ করেন জেলেরা।

জেলে শাহাজালাল গাজী জানান, জেলে, মৌয়াল, বাওয়ালীরা হলো সুন্দরবনের ব্যাপারে গভীর আন্তরিক।

“দুই-এক জন বাদ দিয়ে সবাই এ বনকে মায়ের মতোই ভালবাসে। তারা কখনই জঙ্গলের ক্ষতি হোক এমনটা চায় না।

সুন্দরবনে জেলেদের মাছ ধরার পারমিট দেওয়ার কাজে ব্যস্ত বন কর্মকর্তারা

জেলে আকবর মোড়ল বলেন “চৈত্রের প্রথম দিক থেকে করোনা করোনা করে মানুষের জীবন ছিল দুর্বিষহ। কারো ছিল না কোনো কাজ কর্ম।

“এরপর ১৭ আষাঢ় থেকে জঙ্গলে যখন পাসপারমিট দেওয়া বন্ধ হয়ে যায় তখন আমাদের যে কী কষ্ট গেছে তা কেবল আল্লাহ পাক জানে।”

দুই মাস পর মাছ ধরার পাস-পারমিট দেওয়ার খবর পেয়ে ‘দম ফিরে পেয়েছেন’ বলেও জানান বনের নদীর এই জেলে।