কুড়িগ্রামে করোনাভাইরাস আক্রান্ত রোগীর মৃত্যু

কুড়িগ্রামে হাসপাতালে করোনাভাইরাস শনাক্ত হওয়া এক রোগীর মৃত্যু হয়েছে।

কুড়িগ্রাম প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 25 July 2020, 05:47 PM
Updated : 25 July 2020, 05:47 PM

শনিবার বিকালে জেনারেল হাসপাতালের করোনা আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

প্রয়াত সাইফুল ইসলাম (৫৫) সদর উপজেলার পৌরসভার হরিকেশ কানিপাড়ার বাসিন্দা।

এ হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. রেদওয়ান ফেরদৌস সজিব বলেন, “সাইফুল ইসলাম শ্বাসকষ্টসহ করোনা উপসর্গ নিয়ে গত ১৪ জুলাই জেনারেল হাসপতালে ভর্তি হন। তিনি ডায়াবেটিস, প্রেসার ও থাইরয়েড রোগে আক্রান্ত ছিলেন।”

১৫ জুলাই তার নমুনা সংগ্রহ করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠালে ফল পজিটিভ আসে। পরবর্তীতে ৫ দিন আগে তার অবস্থার অবনতি হলে হাসপাতাল থেকে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য নিতে পরামর্শ দেওয়া হয়। কিন্তু অর্থনৈতিক সংকটের কারণে স্বজনরা তাকে রংপুরে নিতে পারেননি বলে জানান তিনি।

“শনিবার সকালে তার অবস্থার অবনতি হলে আইসোলেশন ওয়ার্ডে তাকে অক্সিজেনও দেওয়া হয়। এরপর তিনি বিকালে সাড়ে ৫টায় মৃত্যুবরণ করেন।

সন্ধ্যায় সদর উপজেলা স্বাস্থ্যকর্মকর্তা ডা. নজরুল ইসলামের স্বাস্থ্য বিভাগের সহযোগিতায় তার স্বজনদের উপস্থিতিতে লাশ দাফন করা হয়।

সিভিল সার্জন ডা. হাবিবুর রহমান জানান, জেনারেল হাসপাতাল কর্তৃপক্ষ সাধ্যমত তার চিকিৎসা দিয়েছেন। দুইদিন আগে তার শ্বাসকষ্ট বেড়ে গিয়ে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেলে নেওয়ার কথা বলা হলেও তার স্বজনরা নিতে পারেননি।