কোভিড-১৯: ফেনীতে চিকিৎসকের মৃত্যু

ফেনীতে কোভিড-১৯ আক্রান্ত এক চিকিৎসক মারা গেছেন। এছাড়া উসর্গ নিয়ে মারা গেছেন আরও দুইজন।

ফেনী প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 5 June 2020, 06:43 AM
Updated : 5 June 2020, 06:43 AM

বৃহস্পতিবার রাতে তারা মারা যান বলে ফেনী সদর হাসপাতালের আবাসিক স্বাস্থ্য কর্মকর্তা (আরএমও) ইকবাল হোসেন ভূঁইয়া জানিয়েছেন।

তিনজনের মধ্যে কোভিড-১৯ শনাক্ত হয়েছে চিকিৎসক এসএএম গোলাম কিবরিয়ার (৭২)। অন্য দুইজনের মৃত্যুর পর পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করা হয়েছে।

কিবরিয়ার ভাতিজা নাজমুল করিম ভূঁঞা সুমন জানান, ঈদুল ফিতরের দিন থেকে তার চাচার জ্বরসহ একাধিক কোভিড-১৯ উপসর্গ দেখা দেয়। পরে পরীক্ষায় তার পজিটিভ আসে। বুধবার দুপুরে শ্বাসকষ্ট বেড়ে গেলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে তাকে আইসিইউতে স্থানান্তর করা হয়। সেখানে বৃহস্পতিবার রাত ১২টা ৪০ মিনিটে তিনি মারা যান।

অন্য দুইজন সম্পর্কে আরএমও ইকবাল বলেন, জ্বর-কাশি ও শ্বাসকষ্টসহ করোনাভাইরাসের উপসর্গ নিয়ে আসা এই দুইজনকে বৃহস্পতিবার সন্ধ্যায় তাদের হাসপাতালে ভর্তি করা হয়। রাতেই তারা মারা যান। তাদের বয়স ৫৫ ও ৬৫ বছর। তাদের একজন দাগনভূ্ঁঞার জায়লস্কর ইউনিয়নের দক্ষিণ আলীপুর গ্রামের বাসিন্দা আর অপরজন সোনাগাজীর মতিগঞ্জ ইউনিয়নের বাসিন্দা।

মৃত্যুর পর কোভিড-১৯ পরীক্ষার জন্য স্বাস্থ্য বিভাগ উভয়ের নমুনা সংগ্রহ করেছে বলে তিনি জানান।