বগুড়ায় আন্তঃউপজেলা যাতায়াতে নিষেধাজ্ঞা

বগুড়ায় এক উপজেলা থেকে অন্য উপজেলায় যাতায়াতের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে জেলা প্রশাসন।

বগুড়া প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 9 May 2020, 02:53 PM
Updated : 9 May 2020, 02:53 PM

শনিবার জেলা প্রশাসনের ফেইসবুক আইডি থেকে বগুড়া জেলা প্রশাসক ফয়েজ আহম্মেদ এ বিজ্ঞপ্তি প্রকাশ করেন।

করোনাভাইরাসের কারণে গত ২১ এপ্রিল বগুড়া জেলাকে ‘লকডাউন’ ঘোষণা করা হয়। সেখানে আন্তঃজেলা যাতায়াতের ওপর নিষেধাজ্ঞা জারির কথা বলা হয়েছিল।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় জননিরাপত্তা বিভাগ রাজনৈতিক অধিশাখা-২ এর সূত্র দিয়ে জেলা প্রশাসক বলেন, কোভিট-১৯ পরিস্থিতিতে বগুড়ায় এক উপজেলা থেকে অন্য উপজেলায় চলাচল করতে পারবে না।

জেলা প্রশাসক ফয়েজ আহম্মেদ আরো বলেন, ঈদের ছুটিতে সবাইকে তার এলাকা, কর্মস্থলে থাকতে হবে। আন্তঃজেলা, উপজেলা, বাড়িতে যাওয়া থেকে নিজেকে নিবৃত্ত রাখতে হবে।

বাজারঘাট খোলার নিয়ম-কানুনের ব্যাপারে তিনি বলেন, প্রতিটি শপিং মলে প্রবেশের ক্ষেত্রে হ্যান্ড সেনিটাইজারের ব্যবহারসহ স্বাস্থ্যবিধি অনুসরণ করতে হবে। মাস্ক না পরে কোনো ক্রেতা দোকানে প্রবেশ করতে পারবে না।

সব বিক্রেতা ও কর্মচারীকে হ্যান্ড গ্লাভস, মাস্ক ব্যবহার করতে হবে বলেও জানানো হয়েছে।