জীবননগরের প্রথম করোনাভাইরাস রোগী শনাক্ত

চুয়াডাঙ্গার জীবননগরে এক গৃহবধূর নমুনায় করোনাভাইরাস শনাক্ত হয়েছে।

চুয়াডাঙ্গা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 29 April 2020, 12:05 PM
Updated : 1 May 2020, 03:21 PM

যশোর সদর হাসপাতালে চিকিৎসাধীন ৫৮ বছর বয়সী এ নারী এলাকার এক ব্যবসায়ীর স্ত্রী।

বুধবার তার করোনাভাইরাস শনাক্ত হওয়ায় পর ওই ব্যবসায়ীর বাড়ি লকডাউন করা হয়েছে বলে জানিয়েছে প্রশাসন।

জীবননগর উপজেলা নির্বাহী অফিসার সিরাজুল ইসলাম জানান, করোনাভাইরাস আক্রান্ত গৃহবধূর সংস্পর্শে আসা প্রত্যেকের খোঁজ নেওয়া হচ্ছে। প্রত্যেকের কোয়ারেন্টিন নিশ্চিত করা হবে।

এলাকাবাসীকে উদ্ধৃত করে জীবননগর থানার ওসি সাইফুল ইসলাম জানান, ওই গৃহবধু গত শুক্রবার ঢাকা থেকে জীবননগরে তার বাড়িতে আসেন।

হৃদরোগে আক্রান্ত এ নারী ঢাকাতে চিকিৎসাধীন ছিলেন। পরে গত রোববার আবার হৃদরোগে আক্রান্ত হলে দ্রুত তাকে যশোর সদর হাসপাতালের করোনারি ইউনিটে ভর্তি করা হয়। চিকিৎসাধীন থাকাকালে তার শরীরে জ্বর দেখা দিলে করোনাভাইরাস পরীক্ষা করা হয় বলেন তিনি।

“বুধবার তার রিপোর্টে পজেটিভ আসে। তিনি বর্তমানে যশোর সদর হাসপাতালের আইসোলেশনে আছেন।”

ওসি আরো জানান, ঢাকা, নারায়ণগঞ্জ কিংবা অন্য কোনো সংক্রমণ ঘটা জেলা থেকে যেইই চুয়াডাঙ্গায় আসুক তাকে নিয়মানুযায়ী হোম কোয়ারেন্টিনে থাকতে হবে। সেই নিয়মে ওই গৃহবধূ গত ২৪ এপ্রিল ঢাকা থেকে আসার পর ওই পরিবারকে হোম কোয়ারেন্টিনে রাখা হয়।

“তার করোনা পজেটিভের রিপোর্ট আসার পর বাড়ীটিকে লকডাউন নিশ্চিত করা হয়েছে।”