‘অবৈধকাজে জড়িত অভিযোগে’ সিলেটের এক ওসিকে প্রত্যাহার

কোয়ারী থেকে অবৈধভাবে পাথর তোলা, গরু পাচারকারীদের সহযোগিতাসহ নানা বিতর্কিত কর্মকাণ্ডে জড়িতের অভিযোগে সিলেটের এক ওসিসহ চার পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে।

সিলেট প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 26 April 2020, 04:59 PM
Updated : 26 April 2020, 04:59 PM

রোববার দুপুরে সিলেটের পুলিশ সুপার ফরিদ উদ্দিন তাদের প্রত্যাহার করে পুলিশ লাইন্সে সংযুক্ত করার আদেশ দেন।

এতে প্রত্যাহার হয়েছেন কোম্পানীগঞ্জ থানার ওসি সজল কুমার কানু। অন্য পুলিশ সদস্যরা হলেন, কোম্পানীগঞ্জ থানার এসআই রাজীব চৌধুরী, এএসআই মাহফুজ ও সিরাজুল ইসলাম।

সম্প্রতি অবৈধভাবে ভারতীয় গরু পাচার নিয়ে ও পরিবেশ ধ্বংস করে গভীর রাত পর্যন্ত অবৈধভাবে পাথর উত্তোলনের বিষয়ে ওসির বিরুদ্ধে গণমাধ্যমে সংবাদ হয়। এসব ঘটনা তদন্তে দুই সদস্যের তদন্ত কমিটি গঠন করে পুলিশ প্রশাসন।

তদন্ত শেষে অভিযোগের সত্যতা পাওয়ায় তাদের বিরুদ্ধে এই ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন পুলিশ সুপার ফরিদ উদ্দিন।