বরিশাল জেলা অবরুদ্ধ

বরিশালে দুইজনের শরীরে করোনাভাইরাস শনাক্তের পর পুরো জেলা ‘লকডাউন’ করা হয়েছে।

বরিশাল প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 12 April 2020, 02:34 PM
Updated : 12 April 2020, 02:34 PM

রোববার সন্ধ্যায় এ ঘোষণা দেন করোনাভাইরাস নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কমিটির সভাপতি জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান।

তিনি জানান, রোববার বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে পরীক্ষার পর দুইজনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। তাই কোভিড-১৯’র সংক্রমণ এড়াতে পুরো জেলা লকডাউন করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই লকডাউন বহাল থাকবে।

বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. বাকির হোসেন জানান, ৮ এপ্রিল জ্বর, শ্বাসকষ্ট, গলা ব্যাথা ও সর্দি দিয়ে দুই ব্যক্তি হাসপাতালে চিকিৎসার জন্য আসেন। তাদের শরীরে কোভিড-১৯ এর উপসর্গ থাকায় হাসপাতালের কোরোনা ইউনিটে ভর্তি করা হয়।

তাদের বয়স ৬০ ও ৬৫ বছর। বাড়ি জেলার মেহেন্দিগঞ্জ ও বাকেরগঞ্জ উপজেলায়।

শনিবার তাদের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য কলেজের পিসিআর ল্যাবে পাঠানো হয়। রোববার পরীক্ষার ফলাফলে তাদের শরীরে করোনাভাইরাসের উপস্থিতি পাওয়া গেছে।

তারা মেডিকেলের করোনা ইউনিটে চিকিৎসাধীন আছেন বলে জানান পরিচালক।