বগুড়ায় সংবাদপত্র বিলি করতে চান না হকাররা

নভেল করোনাভাইরাস ছড়িয়ে পড়ার শঙ্কায় বগুড়ার তিনটি সংবাদপত্র হকার্স ইউনিয়ন পত্রিকা বিক্রি না করার সিদ্ধান্ত নিতে যাচ্ছে।

বগুড়া প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 March 2020, 03:51 PM
Updated : 24 March 2020, 03:51 PM

সংগঠনগুল হলো, সংবাদপত্র হকার্স ইউনিয়ন শ্রমিক লীগ, জাতীয়তাবাদী সংবাদপত্র হকার্স ইউনিয়ন ও বগুড়া জেলা সংবাদপত্র হকার্স ইউনিয়ন।

বগুড়া সংবাদপত্র হকার্স ইউনিয়ন শ্রমিক লীগের সভাপতি কালু চন্দ্র সরকার বলেন, গত সোমবার থেকে হকারদের পত্রিকা নেওয়া কমে গিয়েছে। আজ আরও কয়েকজন পত্রিকা কম নেবে বলেছেন।

“করোনার কারণে অনেকে পত্রিকা নিতেন চাচ্ছে না। কোন কোন বাসায় ঢুকতেও দিচ্ছেন না।“

জাতীয়তাবাদী সংবাদপত্র হকার্স ইউনিয়নের সভাপতি শহিদুল ইসলাম বকুল বলেন, পত্রিকা অফিসগুলোকে পত্রিকা কমিয়ে দেওয়ার ব্যাপারে বলা হয়েছে।

“অনেক হকার বলেছেন, বুধবার আরও পত্রিকা সংখ্যা কমাতে হবে।”

বগুড়া জেলা সংবাদপত্র হকার্স ইউনিয়নের সভাপতি আব্দুল মালেক বলেন, এ অবস্থায় পত্রিকা বিক্রি আমাদের জন্য নিরাপত্তাহীন।

“কাল বগুড়ার তিনটি সংবাদপত্র হকার্স ইউনিয়নের যৌথ সভা অনুষ্ঠিত হবে। আমাদের দাবি থাকবে, এক বেলা খেলেও নিজেকে করোনাভাইরাস থেকে মুক্ত রাখি।

যৌনপল্লি বন্ধ করে সেখানে চাল দেওয়ার প্রসঙ্গ টেনে তিনি প্রশ্ন করেন, “আমরা কি খাবার পাব না?“

বগুড়া থেকে সাপ্তাহিক ও দৈনিক মিলিয়ে ২৩টি পত্রিকা প্রকাশিত হয়। এছাড়া ঢাকা থেকে প্রকাশিত সংবাদপত্রও এখানে বিক্রি হয়ে থাকে।