বগুড়ায় ইতালিফেরতের পরিবার ৩ ঘণ্টা অবরুদ্ধ

বগুড়া শহরের ইতালিফেরত এক যুবকসহ পুরো পরিবারকে তিন ঘণ্টা অবরুদ্ধ করেছে এলাকাবাসী।

বগুড়া প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 17 March 2020, 03:30 PM
Updated : 17 March 2020, 03:30 PM

স্থানীয় কাউন্সিলর পরিমল কুমার জানান, মঙ্গলবার সকালে এ ঘটনা ঘটে। পরে তিনি গিয়ে বুঝিয়ে তাদের ফিরিয়ে দেন।

পরিমল বলেন, “ইতালি ফেরত ওই যুবক (৩০) ইতালি থেকে দেশে ফেরেন সম্প্রতি। এরপর তাকে হজ ক্যাম্পে কোয়রেন্টিনে রাখা হয়। কিন্তু তিনি সেখান থেকে পালিয়ে আসেন।”

খবরটি পেয়ে সকাল ৮টার দিকে এলাকার লোকজন সকালে তার বাড়ির সামনে ভিড় জমায় এবং তাদের এলাকা ছাড়তে বলে, বলেন তিনি।

“বাইরে থেকে আমি ওই যুবক ও তার পরিবারের সাথে কথা বলেছি। তাদেরকে জানিয়েছি আপনারা কেউ ১৪ দিন ঘর থেকে বের হবেন না। এলাকাবাসীকে এ বিষয়ে নীরব থাকতে বলেছি।”

তিনি জানান, বেলা ১১টার দিকে লোকজন সেখান থেকে সরে যায়। ওই পরিবারের কিছু প্রয়োজন হলে ফোনে যোগাযোগ করতে বলা হয়েছে।

পরিমল বলেন, ওই যুবকের বাবা বলেন- ‘আমার ছেলে করোনাভাইরাসে আক্রান্ত হয়নি। আমাদের অবরুদ্ধ করে নির্যাতন করা হচ্ছে।’

বিষয়টি সিভিল সার্জন অফিসে জানানো হয়েছে বলে পরিমল জানান।

বগুড়ার সিভিল সার্জন গউসুল আযম বলেন, “ওই বাড়িতে আমাদের মেডিকেল টিম পাঠানো হয়েছে। পরবর্তীতে কী করা যায় পরে সিদ্ধান্ত নেওয়া হবে।”