ভারতে ‘গরু আনতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু’

লালমনিরহাটের সীমান্তের ওপারে ‘গরু আনতে গিয়ে’ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক বাংলাদেশি যুবক নিহত হওয়ার খবর পাওয়া গেছে।

লালমনিরহাট প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 11 Jan 2020, 01:51 PM
Updated : 11 Jan 2020, 01:51 PM

শনিবার ভোরে পাটগ্রাম উপজেলার বুড়িমারী ইউনিয়নের উফারমারা গ্রামের সীমান্তের ওপারে ভারতের মেকলিগঞ্জ মহকুমা সদরে এ ঘটনা ঘটে বলে বিজিবি জানিয়েছে।

বিজিবি নিজস্ব সোর্সের মাধ্যমে খবর পাওয়ার কথা বললেও বিএসএফের কাছ থেকে নিশ্চিত হতে পারেনি বলে জানিয়েছে।

আবু সাইদ (২০) পাটগ্রামের বুড়িমারী ইউনিয়নের বামনদল গ্রামের বাসিন্দা।

বিজিবি ও সাইদের পরিবার জানিয়েছে, শুক্রবার গভীর রাতে ওই সীমান্তের ৮৩৬ নম্বর মেইন পিলারের ৬ নম্বর সাব-পিলারের কাছ দিয়ে একটি ‘গরু পারাপারকারী’ দল ভারতে ঢোকে। তারা ভারতের কুচবিহার জেলা সদরের কালীপাড়া এলাকায় গরু ব্যবসায়ীর কাছ থেকে গরু আনতে যায়। শনিবার ভোরে গরু নিয়ে ফিরছিল।

সোর্সের বরাত দিয়ে রংপুর ৬১ বিজিবির বুড়িমারী স্থলবন্দর কোম্পানি কমান্ডার সুবেদার আবুল হোসেন বলেন, পথে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আবু সাইদ ঘটনাস্থলে মারা যান। খবর পেয়ে সকালে মেকলিগঞ্জ সদর থানা পুলিশ সাইদের লাশ উদ্ধার করেছে।

“সোর্সের মাধ্যমে খবর নিয়ে জেনেছি ওই যুবক বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ভারতে মারা গেছেন। লাশ মেকলিগঞ্জ থানায় রয়েছে। তবে ভারতীয় সীমান্ত রক্ষীবাহিনী-বিএসএফ নিহতের বিষয়টি এখনও আমাদেরকে জানায়নি।”

এদিকে, নিহতের ভাই আবু বক্কর সিদ্দিকের অভিযোগ, তার ভাইকে এলাকার গরুপারাপারকারী দল ভারতে নিয়ে ষড়যন্ত্র করে মেরে ফেলেছে।

“তবে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নাকি পিটিয়ে মারা হয়েছে তা ভারতে ময়নাতদন্তের পর জানা যাবে।”