গোপালগঞ্জে সৎ ছেলেকে হত্যার দায় স্বীকার নারীর

গোপালগঞ্জে সাত বছর বয়সী সৎ ছেলেকে হত্যার দায় স্বীকার করে এক নারী আদালতে জবানবন্দি দিয়েছেন।

গোপালগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 4 Dec 2019, 03:30 PM
Updated : 4 Dec 2019, 04:11 PM

সদর থানার এসআই সাখাওয়াত হোসেন মৃধা বলেন, বুধবার বিকালে গোপালগঞ্জের জ্যেষ্ঠ বিচারিক হাকিম মো. হুমায়ুন কবিরের আদালতে আঁখি বিশ্বাস নামে এক নারী এই জবানবন্দি দেন।

আঁখি সদর উপজেলার রঘুনাথপুর গ্রামের ধর্মেন্দ্র বিশ্বাসের স্ত্রী।

গত ৩০ নভেম্বর ওই গ্রামের শ্যামল বিশ্বাসের পুকুর থেকে ধর্মেন্দ্র বিশ্বাসের ছেলে জয়ের লাশ উদ্ধার করা হয়।

এ ঘটনায় সন্দেহ হলে জয়ের সৎ মা আঁখিকে আটক করে পুলিশ। আঁখি পুলিশের কাছে হত্যার কথা স্বীকার করেন। তার বিরুদ্ধে মামলা হয়।

মামলার তদন্ত কর্মকর্তা এসআই সাখাওয়াত বলেন, গত ২৮ নভেম্বর সন্ধ্যা সাড়ে ৬টার দিকে জয় ঘরে লেখাপড়া করার সময় সৎ মা আঁখি তার মাথায় চড় মারেন। জয় খাট থেকে মেঝেতে পড়ে অচেতন হলে আঁখি তার গলা টিপে হত্যার পর বাড়ির পাশে শ্যামল বিশ্বাসের পুকুরে ফেলে দেন। এ সময় জয়ের বাবা ও বড় বোন রিতু পাশের বাড়িতে ছিলেন। হত্যার পর জয় নিখোঁজ হয়েছে বলে প্রচার করেন আঁখি।