মাওয়া ঘাট থেকে পুলিশ কনস্টেবল নিখোঁজ

খাগড়াছড়ি থেকে বাগেরহাট যাওয়ার পথে মাওয়া ঘাট এলাকায় এক পুলিশ কনস্টেবল নিখোঁজের অভিযোগে থানায় জিডি হয়েছে।

বাগেরহাট প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 Nov 2019, 09:01 AM
Updated : 23 Nov 2019, 09:15 AM

নিখোঁজ তৌহিদুজ্জামান (৩৫) খাগড়াছড়ি সদর পুলিশ ফাঁড়িতে দায়িত্বে ছিলেন। এর আগে তিনি বাগেরহাটে ছিলেন। সেখানে তার স্ত্রী-সন্তান রয়েছে। তিনি সাতক্ষীরা সদর উপজেলার গোবরদাঁড়ি গ্রামের শেখ শামসুল মাস্টারের ছেলে।

বাগেরহাট সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. মিজানুর রহমান জানান, তৌহিদুজ্জামান বাগেরহাট আসার পথে নিখোঁজ হওয়ার ঘটনায় তার পরিবার খাগড়াছড়ি ও বাগেরহাট থানায় পৃথক দুটি সাধারণ ডায়েরি করেছেন। পুলিশ তার খোঁজে মাঠে নেমেছে।

নিখোঁজ তৌহিদুজ্জামানের স্ত্রী মোসলেমা খাতুন শনিবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “তৌহিদ ১৫ দিনের ছুটি নিয়ে বুধবার খাগড়াছড়ি থেকে বাগেরহাটের উদ্দেশে রওনা হন। পথে আমাকে বেশ কয়েকবার ফোন করেন। ওই দিন রাত ১১টা ২০ মিনিটে আমাকে ফোন দিয়ে বলেন, ‘আমি এখন মাওয়া ঘাটে।’ এই ছিল তার সঙ্গে আমার শেষ কথা। এরপর আর কোনো কথা হয়নি। এর পর থেকে তার ফোন বন্ধ রয়েছে।

“তৌহিদ সাঁতার জানে। মাওয়া ঘাট থেকে কেন, কিভাবে নিখোঁজ হল, আমি কিছু বুঝে উঠতে পারছি না। আমার দুটি দুধের বাচ্চা রয়েছে। আমি এখন কার কাছে যাব, কী করব জানি না। আমার স্বামীকে উদ্ধার করতে প্রশাসনের সহযোগিতা চাই।”