সিরাজগঞ্জে যমুনায় নৌকাবাইচের সময় নিখোঁজ বৃদ্ধর লাশ উদ্ধার

সিরাজগঞ্জে যমুনা নদীতে নৌকাবাইচের সময় পানিতে পড়ে নিখোঁজ হওয়ার দুই দিন পর একজনের লাশ উদ্ধার করেছে পুলিশ।

সিরাজগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 12 Oct 2019, 12:52 PM
Updated : 12 Oct 2019, 12:52 PM

সদর থানার এসআই আজিম আহম্মেদ জানান, শনিবার দুপুরে যমুনা নদীর শহর রক্ষা বাঁধের মতি সাহেবের ঘাট এলাকা থেকে সাইদুর রহমান প্রামানিক (৬০) নামে এই ব্যক্তির লাশ উদ্ধার করেন তারা।

সাইদুর জেলার উল্লাপাড়া উপজেলার মানিক দিয়া গ্রামের হোসেন আলীর ছেলে। তিনি একটি বাইচের নৌকার মাঝি ছিলেন।

এসআই আজিম বলেন, বৃহস্পতিবার শহর রক্ষা বাঁধ এলাকায় নৌকাবাইচ প্রতিযোগিতা চলার সময় বিকাল ৪টার দিকে বাইচের একটি নৌকাকে ধাক্কা দেয় দর্শনার্থীদের নৌকা। এতে সাইদুর নৌকা থেকে পড়ে নিখোঁজ হন। ওই দিন রাতে ও পরদিন ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার অভিযান চালিয়েও তার সন্ধান পায়নি।

শনিবার দুপুরে মতি সাহেবের ঘাট এলাকায় তার লাশ দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করা হয়।

এছাড়া নৌকাবাইচ প্রতিযোগিতার সময় দর্শনার্থীদের নৌকা ডুবে হানিফ নামে এক নির্মাণ শ্রমিক এখনও নিখোঁজ রয়েছেন।

এসআই আজিম বলেন, হানিফ সদর উপজেলার মূলিবাড়ি এলাকায় একটি প্রকল্পের ব্লক তৈরির কাজ করতেন। তিনি বরিশালের বিমানবন্দর থানার তিলক গ্রামের মোজাম্মেল হাওলাদারের ছেলে।

জেলা পরিষদ এ নৌকাবাইচের আয়োজন করেছিল। এ ঘটনায় এখনও কোনো আইনি পদক্ষেপ নেওয়া হয়নি বলে তিনি জানান।