ব্রাহ্মণবাড়িয়ায় দুইদল গ্রামবাসীর সংঘর্ষে বৃদ্ধ নিহত

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় দুই দলের সংঘর্ষে এক বৃদ্ধ নিহত হয়েছে।

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 14 Sept 2019, 09:55 AM
Updated : 14 Sept 2019, 09:55 AM

পূর্ব শত্রুতার জেরে শনিবার সকাল সাড়ে ১০টা থেকে বেলা সাড়ে ১২টা পর্যন্ত উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের বোড্ডা গ্রামের দুই দল লোকের মধ্যে এ সংঘর্ষে আরও ‘অন্তত ৩০ জন’ আহত হয়েছে।

নিহত শামছু মিয়া (৭০) বিবাদমান গ্রামবাসীর একটি দলের প্রধান।

সরাইল থানা পুলিশের ওসি শাহাদৎ হোসেন সাংবাদিকদের জানান, দীর্ঘদিন ধরে এলাকায় আধিপত্য নিয়ে বোড্ডা গ্রামের ইউপি সদস্য অলি আহাদ ও শামছু মিয়ার মধ্যে বিরোধ চলে আসছিল।

এর জের ধরে দুই দলই দেশীয় অস্ত্র নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষে জড়িয়ে পড়ে বলে জানান তিনি।

“দুই ঘণ্টা ধরে চলা এ সংঘর্ষে আহত হয়ে শামছু মিয়া ঘটাস্থলেই মারা যান। এ ঘটনায় উভয় পক্ষের ‘অন্তত ৩০ জন’ আহত হয়েছেন।”

আহতদের মধ্যে ১০ জনকে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তারা হলেন, রবি রহমান (৫৫), এরশাদ মিয়া (৩৭), সায়েদুল মিয়া (২২), আলাল মিয়া (৪০), আব্দুর রহিম (৬০), শেখ রাকিব (৪০), শেখ হোসেন (৪২), জাবেদ (৩৫), শরীফ (২০) ও বাবুল মিয়া (২০)। হতাহতরা সবাই বোড্ডা গ্রামের বাসিন্দা।

পরবর্তীতে সংঘর্ষ এড়াতে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে বলে জানান ওসি।