ফেনীতে অস্ত্র মামলায় ১৭ বছরের কারাদণ্ড

অবৈধ অস্ত্র রাখার দায়ে একজনকে ১৭ বছর সশ্রম কারাদণ্ড দিয়েছে ফেনীর একটি আদালত।

ফেনী প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 30 July 2019, 06:01 AM
Updated : 30 July 2019, 06:01 AM

ফেনীর যুগ্ম জেলা জজ প্রথম আদালতের বিচারক ফরিদা ইয়াসমিন সোমবার এ রায় ঘোষণা করেন।

দণ্ডিত মো. হাসানের বাড়ি সোনাগাজীর চর চান্দিয়া ইউনিয়নের উত্তর চর চান্দিয়া গ্রামে।

রায় ঘোষণার সময় তিনি আদালতে উপস্থিত ছিলেন না।

মামলার বরাতে আদালতের রাষ্ট্রপক্ষের আইজীবী মো. এনামুল করিম খোন্দকার জানান, ২০১১ সালের ১৩ অক্টোবর একটি পাইপ গান ও দুইটি গুলিসহ মো.হাসান ও মো. রিদনকে আটক করে পুলিশ।

এ ঘটনায় সোনাগাজী মডেল থানার তৎকালীন এএসআই মো. আমিনুল ইসলাম বাদী হয়ে অস্ত্র আইনে মামলা করেন।

তদন্ত শেষে একই বছরের ২৮ নভেম্বর সোনাগাজী থানার এসআই আকুল চন্দ্র বিশ্বাস দুইজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দিলে এ মামলার বিচারকাজ শুরু হয়।

আর অপরাধ প্রমাণিত না হওয়ায় রিদনকে এ মামলা থেকে অব্যহতি দেওয়া হয় বলে পিপি জানান।