গাজীপুর সিটির ৬ হাজার কোটি টাকার বাজেট ঘোষণা

গাজীপুর সিটি করপোরেশনের ২০১৯-২০২০ অর্থবছরের ৬ হাজার কোটির বেশি টাকার বাজেট ঘোষণা করা হয়েছে।

গাজীপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 July 2019, 06:03 PM
Updated : 22 July 2019, 06:03 PM

মেয়র মোহাম্মদ জাহাঙ্গীর আলম সোমবার মহনগরীর রথখোলা এলাকার বঙ্গতাজ অডিটোরিয়ামে আনুষ্ঠানিকভাবে ওই বাজেট ঘোষণা করেন।

নতুন বাজেটে রাজস্ব, পানি সরবরাহ, উন্নয়ন, বৈদেশিক সহায়তা ও ডিপিপি প্রকল্প থেকে মোট ৪৮৮২ কোটি ২৭ লাখ টাকা আয় প্রস্তাব করা হয়েছে। ব্যয় প্রস্তাব করা হয় ৪৭৬২ কোটি ৮০ লাখ টাকা।

মেয়র বলেন, “গাজীপুরকে সবার জন্য বসবকাসযোগ্য একটি সুন্দর ও পরিচ্ছন্ন নগরী গড়ে তুলতে চাই। সড়ক বা রাস্তায় কোনো দোকানপাট বসতে দেওয়া হবে না।”

তিনি হকারদের জন্য ১০টি হকার মার্কেট করে দেওয়া ঘোষণা দেন এবং যারা রাস্তা বা ড্রেনের জন্য জমি দেবে তাদের হোল্ডিং টেক্স ফ্রি করে দেওয়া হবে বলে ঘোষণা দেন।

এ সময় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম মোজাম্মেল হক, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল, শামসুন্নাহার ভুইয়া, গাজীপুর মেট্রোপিলটন পুলিশের কমিশনার মো. আনোয়ার হোসেন, গাজীপুর জেলা প্রশাসক এসএম তরিকুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।