ব্যাগের ভেতর শিশুর মাথা, পিটুনিতে যুবক নিহত

নেত্রকোণা শহরে এক শিশুর ছিন্ন মাথাসহ ধরা পড়া এক যুবককে পিটিয়ে হত্যা করেছে জনতা।

নেত্রকোণা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 18 July 2019, 10:51 AM
Updated : 18 July 2019, 05:12 PM

বৃহস্পতিবার নিউটাউনের অনন্তপুকুর পাড়ে এই পিটুনির ঘটনা ঘটে।

পুলিশ এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তিনজনকে থানায় নিয়েছে। তদন্তের স্বার্থে পুলিশ তাদের নাম প্রকাশ করেনি।

নিহত শিশুটি হলো নেত্রকোণা সদরের আমতলা গ্রামের রিকশাচালক রইছ উদ্দিনের ছেলে সজীব (৮)।

রইছ উদ্দিন শহরের কাটলি এলাকায় একটি ভাড়া বাড়িতে থাকেন।

পিটুনিতে নিহত রবিন (২২) জেলা শহরের কাটলি এলাকার এখলাস উদ্দিনের ছেলে। তিনিও রিকশাচালক বলে পুলিশ জানিয়েছে।

অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) শাহজাহান মিয়া বলেন, বেলা সাড়ে ১২টার দিকে রবিন হাতে একটি ব্যাগ নিয়ে শহরের বারহাট্টা রোডের হরিজন পল্লীতে মদ খেতে যান। সেখানে এক ঘরে মদ না পেয়ে অন্যঘরে যাওয়ার সময় ব্যাগ থেকে রক্ত পড়তে দেখেন হরিজন পল্লীর লোকজন।

“তখন তাকে জিজ্ঞেস করলে তিনি সঠিক জবাব দিতে না পারায় ব্যাগ খুলে শিশুর মাথা দেখতে পান স্থানীয়রা।”

শাহজাহান বলেন, এ সময় রবিন মাথাটিসহ দৌড়ে পালানোর চেষ্টা করেন। স্থানীয়রা তার পিছু ধাওয়া করে এবং নিউটাউন এলাকায় অনন্ত পুকুর পাড়ে তাকে ধরে পিটুনি দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

“পরে পুলিশ নিহত শিশু সজিবের দেহ কাটলি এলাকার একটি নির্মাণাধীন ভবনের নিচতলা থেকে উদ্ধার করে। পুলিশ শিশুর ছিন্ন মস্তক, দেহ ও যুবকের লাশ উদ্ধার করে নেত্রকোণা আধুনিক সদর হাসপাতালে পাঠিয়েছে।”

তিনি আরও জানান, যুবক রবিনের ব্যবহার করা মোবাইল ফোন জব্দ করা হয়েছে। প্রযুক্তি ব্যবহার করে এই মোবাইল ফোন থেকে তথ্য উদ্ধারে কাজ করছে পুলিশ।

থানায় পৃথক দুইটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও তিনি জানান।

নেত্রকোণা মডেল থানার ওসি তাজুল ইসলাম বলেন, “পদ্মাসেতু তৈরিতে মাথা প্রয়োজন- এমন গুজবের সঙ্গে এই হত্যাকাণ্ডের কোনো সম্পর্ক নেই। ওই যুবক মাদকাসক্ত ছিল বলে আমরা জানতে পেরেছি। কেন সে এ ঘটনা ঘটিয়েছে, তা জানার চেষ্টা চলছে।”