বগুড়ায় ‘স্বামীর হাতে’ গৃহবধূ খুন

বগুড়া সদর উপজেলায় এক নারীকে শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামীর বিরুদ্ধে।

বগুড়া প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 16 May 2019, 07:51 AM
Updated : 16 May 2019, 07:51 AM

বগুড়া সদর থানার এসআই রেজাউল করিম জানান, বৃহস্পতিবার বেলা ১১টার দিকে উপজেলার নামুজা বগারপাড়া গ্রাম থেকে সাবিকা আক্তার (১৮) লাশ তারা উদ্ধার করেন।

নামুজা ওই গ্রামের সেকেন্দার মহুরীর ছেলে সাব্বির হোসেনর স্ত্রী।

ঘটনার পর থেকে সাবিকার স্বামী ও শ্বশুর-শাশুড়ি পলাতক রয়েছেন বলে পুলিশ জানায়।

স্থানীয়রা জানান, সাব্বির এক বছর আগে তার প্রথম স্ত্রীকে তালাক দিলে সাবিকাকে বিয়ে করেন। বিয়ের সময় কোনো যৌতুক না দিলেও জামাইকে টাকা দিয়ে সহযোগিতা করার কথা দিয়েছিলেন সাবিকার বাবা। 

সাবিরা বিয়ের পর কলেজে ভর্তি হয়ে লেখাপড়া শুরু করেন। আর সাব্বির কোন চাকরি না পেয়ে আদালতে মহুরির কাজ শুরু  করেন। এরপর থেকে বিভিন্ন বিষয় নিয়ে তাদের মধ্যে দাম্পত্য কলহ চলে আসছিল বলে জানান এলাকাবাসী।

এসআই বলেন, সকালে সাবিকার লাশ বাড়ির উঠানে পড়ে থাকতে দেখে স্থানীয়রা থানায় খবর দিলে পুলিশ গিয়ে তা উদ্ধার করে। তবে সাবিকার শ্বশুরবাড়ির সবাই পালিয়ে যাওয়ায় বিস্তারিত কিছু জানা যায়নি।

নিহতের গলায় কালছে দাগ দেখা গেছে বলে জানান তিনি। 

লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।