ফাঁসির দণ্ডপ্রাপ্ত যুদ্ধাপরাধী নেত্রকোণার নুরউদ্দিনের মৃত্যু

মানবতাবিরোধী আপরাধের মামলায় ফাঁসির দণ্ডপ্রাপ্ত নেত্রকোণার নুরউদ্দিন পলাতক অবস্থায় গাজীপুরে মারা গেছেন।

নেত্রকোণা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 15 April 2019, 03:41 PM
Updated : 15 April 2019, 03:41 PM

নেত্রকোণার পূর্বধলা থানার ওসি তাওহিদুর রহমান জানান, সোমবার দুপুর দেড়টার দিকে জয়দেবপুরের জাজরা এলাকায় ৭০ বছর বয়সী এই যুদ্ধাপরাধীর মৃত্যু হয়েছে।

নুর উদ্দিনের বাড়ি পূর্বধলা উপজেলার জারিয়া ইউনিয়নের পূর্বমৌদাম গ্রামে।

ওসি তাওহিদুর রহমান জানান, নুর উদ্দিনের লাশ নিয়ে তার স্বজনেরা জয়দেবপুর থেকে গ্রামের বাড়ির উদ্দেশে রওয়ানা দিয়েছেন। লাশ আসার পর সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে নিয়ে শনাক্ত করার পর দাফনের অনুমতি দেওয়া হবে।

নুর উদ্দিনের মৃত্যুর বিষয়টি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালকে অবহিত করা হবে বলেও জানান ওসি।

গত ২৮ মার্চ একাত্তরে মানবতাবিরোধী অপরাধের মামলায় পাঁচ আসামির ফাঁসির আদেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এই পাঁচ জনের একজন নুরউদ্দিন।