খুলনায় ‘গ্যাসের বিষক্রিয়ায়’ ৯ জন অসুস্থ

খুলনা নগরীতে একটি হিমায়িত মৎস্য প্রক্রিয়াজাতকরণ কারখানায় ‘অ্যামোনিয়া গ্যাসের বিক্রিয়ায়’ নয়জন অসুস্থ হয়েছেন।

খুলনা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 14 April 2019, 04:38 PM
Updated : 14 April 2019, 04:39 PM

রোববার সন্ধ্যায় ‘এটলাস সী ফুড’ কারখানায় এ ঘটনা ঘটেছে বলে খুলনা সদর থানার ওসি হুমায়ুন কবির জানিয়েছেন।

অসুস্থ সবাই কারখানার আশেপাশে বসবাসকারী। তবে তাদের নাম-পরিচয় জানা যায়নি। তাদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

বাংলাদেশ ফ্রোজেন ফুড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি শেখ আব্দুল বাকী জানান, রোববার সন্ধ্যার দিকে মিজানুর রহমানের মালিকানাধীন এটলাস সী ফুডের পাইপ ছিদ্র হয়ে বিষাক্ত অ্যামোনিয়া গ্যাস নির্ঘত হয়।

“নির্গত ওই গ্যাসের ক্রিয়ায় কারখানার আশপাশের লোকজন অসুস্থ হয়ে পড়েন।”

তবে তারা এখন আশংকামুক্ত রয়েছেন বলে জানান তিনি।

খুলনা ফায়ার সার্ভিস অফিসের উপ-পরিচালক আবুল হোসেন জানান, ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট কাজ করে লিকেজ থেকে অ্যামোনিয়া গ্যাস বের হওয়া বন্ধ করেছে।