টাঙ্গাইলে দুর্ঘটনায় মা-মেয়েসহ নিহত ৪  

টাঙ্গাইলে পৃথক সড়ক দুর্ঘটনায় মা-মেয়েসহ চারজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে দুইজন বৃদ্ধ রয়েছেন।

টাঙ্গাইল প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 3 Feb 2019, 05:40 PM
Updated : 3 Feb 2019, 05:40 PM

রোববার সকালে বাসাইলে এবং দুপুরে মির্জাপুর উপজেলায় এ দুর্ঘটনাগুলো ঘটে।

নিহতরা হলেন মির্জাপুরের বেলতুলীর হাসান আলী খানের স্ত্রী বাচাতন (৭০) ও তার মেয়ে জাহানারা (৫২), মির্জাপুরের রাজনগর গ্রামের মৃত ওসমান আলীর ছেলে হযরত আলী (৭৫) এবং আজগানা ইউনিয়নের কুড়াতলী গ্রামের সুলতান উদ্দিনের ছেলে হৃদয় মিয়া (১৪)।

মির্জাপুর পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আফজালুর রহমান ছানু জানিয়েছেন, দুপুরে হযরত আলী কুতুব বাজার থেকে মির্জাপুর-বালিয়া অঞ্চলিক সড়ক দিয়ে হেঁটে বাড়ি যাচ্ছিলেন।

“এ সময় পেছন থেকে একটি মোটরসাইকেল ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।”

বাঁশতৈল পুলিশ ফাঁড়ির এসআই মুকুল জানান, বাঁশতৈল বাজার থেকে হৃদয় মিয়া গোড়াই-সখিপুর অঞ্চলিক সড়ক দিয়ে বাইসাইকেলযোগে হাঁটুভাঙ্গা বাজারে আসছিলেন।

“এ সময় বিপরীত দিক থেকে আসা সিএনজি চালিত অটোরিকশা বাইসাইকেলটিকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই হৃদয়ের মৃত্যু হয়।”

গোড়ায় হাইওয়ে থানার এসআই তারেকুজ্জামান বলেন, মহাসড়কের বাঐখোলা এলাকায় রাস্তা পার হচ্ছিলেন মা ও মেয়ে।

“এ সময় ঢাকাগামী বালু ভরতি একটি ড্রাম ট্রাক তাদের চাপা দিলে ঘটনাস্থলে মেয়ে জাহানারা নিহত হন এবং আহত হন তার মা বাচাতন।”

টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করার পর দুপুরে চিকিৎসাধীন অবস্থায় বাচাতনের মৃত্যু হয় বলে তারেকুজ্জামান জানান।