ঠাকুরগাঁওয়ের সীমান্তের ওপারে বাংলাদেশি আটক

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার সীমান্তের ওপারে ‘অবৈধভাবে কাজ করতে যাওয়া’ এক বাংলাদেশি যুবককে আটক করেছে বিএসএফ।

ঠাকুরগাঁও প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 Jan 2019, 04:13 PM
Updated : 24 Jan 2019, 04:13 PM

বুধবার রাতে পাড়িয়া ইউনিয়নের কান্তিভিটা সীমান্তের ওপার থেকে তাকে আটক করে বলে জানান ঠাকুরগাঁওয়ের ৫০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তুহিন মোহাম্মদ মাসুদ।

আটক শাহ আলম (২৮) বালিয়াডাঙ্গী উপজেলার পাড়িয়া ইউনিয়নের কান্তিভিটা গ্রামের কাইয়ুম আহমেদের ছেলে।

এলাকাবাসীর বরাতে বিজিবির অধিনায়ক তুহিন মোহাম্মদ মাসুদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, প্রায় তিন মাস আগে শাহ আলম রাজমিস্ত্রির কাজ করার জন্য বৈধ কাগজপত্র ছাড়া ভারত যান।

“বুধবার রাতে তিনি কান্তিভিটা ক্যাম্পের ৩৯০/২-এস পিলার এলাকা দিয়ে বাড়িতে আসার সময় ভারতের ২০০ গজ ভেতরে খোলাহাটি ক্যাম্পের বিএসএফ সদস্যরা তাকে আটক করে।”

শাহ আলমকে ফেরত চেয়ে পতাকা বৈঠকের জন্য বিএসএফকে চিঠি পাঠানো হয়েছে বলে জানান লেফটেন্যান্ট কর্নেল তুহিন মোহাম্মদ মাসুদ।