নারায়ণগঞ্জে পাসপোর্ট দালালসহ ২ রোহিঙ্গা তরুণী আটক

নারায়ণগঞ্জে পাসপোর্ট করতে এসে দুই রোহিঙ্গা তরুণী ও এক দালালকে আটক করে পুলিশে সোর্পদ করেছে কর্তৃপক্ষ।

নারায়ণগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 13 Sept 2018, 03:25 PM
Updated : 13 Sept 2018, 03:25 PM

বৃহস্পতিবার সিদ্ধিরগঞ্জের জালকুড়ি আঞ্চলিক পাসপোর্ট অফিসে এ ঘটনা ঘটে।

আটকরা হলেন কক্সবাজারের উখিয়ার বাগবুনিয়া ক্যাম্পের এ-১ কেন্দ্রের আমির হামজার মেয়ে নূর কায়াস (২২), বালুখালি ক্যাম্পের আই-২০ কেন্দ্রের আবুল কালামের মেয়ে রাশিদা (২০) এবং কথিত দালাল আনোয়ার হোসেন (২৫)।

আনোয়ার কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার দেওপুরের আইয়ুব আলীর ছেলে। 

নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) ফারুক হোসেন বলেন, দুপুরে পাসপোর্ট অফিসে আনোয়ার হোসেন নামে এক দালালের মাধ্যমে ওই রোহিঙ্গা দুই তরুণী পাসপোর্ট করতে যায়।

“তাদের কথাবার্তায় সন্দেহ হলে জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে তাদের আসল পরিচয় বেরিয়ে আসে। পরে পাসপোর্ট অফিসের লোকজন তাদেরকে পুলিশে সোপর্দ করেন।”

ফারুক আরও বলেন, ওই ঘটনায় দালাল আনোয়ার হোসেনকেও আটক করা হয়েছে। এই ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।