নির্মাণাধীন ভবন থেকে কাঠ পড়ে পথচারীর মৃত্যু

সিরাজগঞ্জ শহরের একটি নির্মাণাধীন বাড়ির ছাদ থেকে কাঠ পড়ে এক পথচারী নিহত হয়েছে।

সিরাজগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 18 August 2018, 11:57 AM
Updated : 18 August 2018, 11:57 AM

শনিবার দুপুরে শহরের ইসলামিয়া কলেজ রোডে এ ঘটনা ঘটে বলে সিরাজগঞ্জ সদর থানার পরিদর্শক (তদন্ত) রফিকুল ইসলাম জানান।

নিহত ফরহাদ আলী (৫২) কাওয়াখোলা ইউনিয়নের কাটেঙ্গার চরের বাসিন্দা।

এ ঘটনায় বাড়ির মালিকসহ তিনজনকে আটক করেছে পুলিশ।

মহসিন হাবিব চৌধূরী রঞ্জু

এরা হলেন, বাড়ির মালিক কামারখন্দ উপজেলা হিসাব রক্ষণ কার্যালয়ের নিরীক্ষা কর্মকর্তা মহসিন হাবিব চৌধূরী রঞ্জু, নির্মাণকাজে নিয়োজিত রাজমিস্ত্রি সুরুজ মিয়া ও সুনীতি ইঞ্জিনিয়ারিং কনসালটেন্সির প্রধান নারায়ণ চন্দ্র। 

প্রত্যক্ষদর্শী জাহাঙ্গীর আলম রতন বলেন, ফরহাদ আলীর কাছ থেকে কোরবানির পশু কিনেছেন তিনি। টাকা নিতে ইসলামিয়া রোডে তার বাড়িতে আসেন ফরহাদ।

“টাকা নিয়ে রিকশার জন্য বাড়ির সামনে গলির মাথায় অপেক্ষা করছিলেন। এ সময় সামনের নির্মাণাধীন বাড়ির ছাদ থেকে বড় একটি কাঠের টুকরা পড়ে ফরহাদ আলীর ঘাড়ে।”

তৎক্ষণাৎ তাকে নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন বলে জানান তিনি।

পুলিশ কর্মকর্তা রফিকুল বলেন, ঘটনার পর বাড়ির মালিকসহ তিনজনকে আটক করা হয়েছে। ফরহাদের স্বজনরা মামলা দিলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।