দোহারে শ্বশুরবাড়ির পুকুরে নববধূর লাশ

ঢাকার দোহার উপজেলায় বিয়ের তিনদিনের মাথায় শ্বশুরবাড়ির পুকুর থেকে এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় চারজনকে আটক করা হয়েছে।

দোহার প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 7 August 2018, 04:20 AM
Updated : 7 August 2018, 06:26 AM

দোহার থানার ওসি শেখ সিরাজুল ইসলাম জানান, উপজেলার উত্তর জয়পাড়ার মিয়াপাড়া এলাকার পুকুর থেকে সোমবার সন্ধ্যায় লাশটি তারা উদ্ধার করেন।

নিহত শিখা আক্তার (১৮) ওই এলাকার রুহুল আমীনের স্ত্রী।

ঘটনার পর থেকে রুহুল পলাতক রয়েছেন বলে পুলিশ জানায়।

আটকরা হলেন- রুহুলের চাচা মো. খোকন (৫০), মা আসমা বেগম (৪৫), বোন ফারিয়া আক্তার (১৮) এবং ভাবি মোহনা আক্তার (২০)।

স্থানীয়দের বরাতে ওসি সিরাজুল বলেন, দোহারঘাটা এলাকার কুয়েত প্রবাসী মো. সিরাজের মেয়ে শিখার সঙ্গে গত শুক্রবার রহুলের পারিবারিকভাবে বিয়ে হয়। রোববার রাত থেকে শিখার কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো হদিস মেলেনি।

এক পর্যায়ে সোমবার সন্ধ্যায় শ্বশুরবাড়ির পুকুরে কচুরিপানার নিচে গলায় কলসিবাঁধা অবস্থায় শিখার লাশ তার বাবার বাড়ির লোকজন খুঁজে পায়। 

পরে থানায় খবর দিলে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায় বলে জানান ওসি।