পাবনার বেড়া উপজেলায় তিনজনকে হত্যার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে।
Published : 05 Jul 2018, 03:09 PM
বেড়া থানার ওসি মোজ্জাফর হোসেন জানান, নিহত বুলি খাতুন ও নছিমন খাতুনের ভাই মিজানুর রহমান বাদী হয়ে বুধবার রাতে থানায় মামলাটি দায়ের করেন।
বেড়া উপজেলার নতুন ভারাঙ্গা ইউনিয়নের সোনাপদ্মা গ্রামের মিঠু হোসেনের স্ত্রী বুলি খাতুন (৪০), ছেলে তুষার হোসেন (১০) এবং আবু বক্করের স্ত্রী মরিয়ম খাতুন নছিমনকে (৫০) বুধবার ভোরে গলাকেটে ও কুপিয়ে হত্যা করা হয়।
বুলি খাতুনের ছেলে তুহিন তাদের ধারালো চাপাতি দিয়ে গলাকেটে ও কুপিয়ে হত্যা করেছেন বলে অভিযোগ করেন তুহিনের স্ত্রী রুনা আক্তার।
ওসি বলেন, তুহিনের বিরুদ্ধে তার মা, ছোট ভাই ও খালাকে হত্যার অভিযোগ উঠলেও মামলায় কারো নাম উল্লেখ করা হয়নি।
তবে এ ঘটনায় জড়িত কাউকে এখনও আটক করতে পারেনি পুলিশ।
এদিকে তুহিনের স্ত্রীকে আটক করে জিজ্ঞাসাবাদের শেষে তাকে ছেড়ে দেওয়া হয়েছে বলে ওসি মোজ্জাফর জানান।
তিনি বলেন, তুহিনকে আটকের চেষ্টা চলছে। তাকে আটক করতে পারলে হত্যার কারণ জানা যাবে।
পাবনার বেড়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মিয়া মোহাম্মদ আশিস বিন হাসান বলেন, শুধু তুহিনের স্ত্রীর অভিযোগের ভিত্তিতে মামলায় তুহিনের নাম রাখা হয়নি।
তবে ঘটনার পর তুহিন পালিয়ে গেছে উল্লেখ রয়েছে বলে এ পুলিশ কর্মকর্তা জানান।