শেরপুরে দিনমজুরকে বেঁধে মারধরের অভিযোগে শিক্ষক গ্রেপ্তার

শেরপুরে দিনমজুরকে গাছের সঙ্গে বেঁধে মারধরের অভিযোগে এক মাদ্রাসা শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ।

শেরপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 27 June 2018, 09:26 AM
Updated : 27 June 2018, 09:40 AM

আটক আব্দুর রশীদ উপজেলার নাচন মুহুরি দাখিল মাদ্রাসার শিক্ষক।

ঝিনাইগাতী থানার ওসি বিপ্লব কুমার বিশ্বাস জানান, মারধর ও হত্যাচেষ্টার অভিযোগে মামলা হওয়ায় আব্দুর রশীদকে গ্রেপ্তার করা হয়।

উপজেলার কাংশা ইউনিয়ন পরিষদের সংরক্ষিত আসনের নারী সদস্য লতিফা বেগম বলেন, গাছ কেটে নেওয়ার অভিযোগ তুলে রশীদ ও তার পরিবারের সদস্যরা পশ্চিম বাঁকাকুড়া গ্রামের দিনমজুর আনিসুর রহমান আনিসকে (৩০) মারধর করেন। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হয়। পরে সামাজিক যোগাযোগের মাধ্যমে কে বা কারা মারধরের ভিডিও ছড়িয়ে দেয়।

মারধরে আহত আনিসের মা আনোয়ারা বেগম ও চাচা আব্দুল আলীম অভিযোগ করেন, গাছ কাটার মিথ্যা অভিযোগ তুলে আনিসকে গাছের সঙ্গে বেঁধে মারধর করা হয়।

ওসি বিপ্লব বলেন, ভিডিও দেখে শনাক্ত করে মঙ্গলবার ভোরে আবদুর রশীদকে গ্রেপ্তার করা হয়। মামলায় রশীদ ছাড়াও তার ছেলে ও স্ত্রীসহ পাঁচজনকে আসামি করা হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।